Quantcast
Channel: ITTALKBD |আইটি টক বিডি । BANGLA TECHNOLOGY BLOG | ALL TIME TECHNOLOGY TALKING |মায়ের ভাষাই টেক অ্যান্ড আইটি ব্লগ । প্রযুক্তি-ই আমাদের হাতিয়ার
Viewing all 249 articles
Browse latest View live

এইচ এস সি ও সমমানের পরীক্ষা-২০১৩ এর রেজাল্ট আগে আগে পেতে চান??? APNI apnar COLLEGE ar shobar ALL group ar result paben….

$
0
0

এইচ এস সি ও সমমানের পরীক্ষা-২০১৩ এর রেজাল্ট আগে আগে পেতে চান???
APNI apnar COLLEGE ar shobar ALL group ar result paben….

২০১৩ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল শনিবার (০৩ আগষ্ট,২০১৩) প্রকাশিত হবে। আমরা সবাই চাই আগে আগে ফল পেতে। কিন্তু আমাদের দেশের ইন্টারনেটের যে গতি প্রায়শ দেখা যায় রেজাল্টের দিন শিক্ষা বোডের ওয়েব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। তাই আমরা ভিন্ন পদ্ধতিতে পরীক্ষার ফল পেতে পারি। আসুন আমরা এবার দেখি কিভাবে আগে আগে পরীক্ষার ফল পেতে পারি।

http://tecnology24bd.blogspot.com/2013/08/blog-post.html

গতবারের ন্যায় এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে।

কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ

[সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd

উদাহরণসরূপঃ যশোর বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি 116828 হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবে jes116828@educationboard.gov.bd এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ 116828

উল্লেখ্য, http://www.dshe.gov.bd/EIIN/EIIN.php এখানে ক্লিক করে সারা দেশের সব প্রতিষ্ঠানের EIIN নাম্বার বিভাগ ভিত্তিক ডাউনলোড করা যাবে।

ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ

প্রথমে http://mail.educationboard.gov.bd/web/ এই ঠিকানায় যান। তারপর Email Address এর ঘরে

For more details plz clik here……http://tecnology24bd.blogspot.com/2013/08/blog-post.html

PC COLLEGE EIIN no……http://tecnology24bd.blogspot.com/2013/08/blog-post.html


১১ ইঞ্চি মাপের উইন্ডোজ ট্যাব আনছে নোকিয়া ! তথ্য-প্রযুক্তির খবর

$
0
0

আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ১১ ইঞ্চি মাপের উইন্ডোজ ট্যাবলেট আনতে পারে নকিয়া। ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে উইন্ডোজ আরটি সংস্করণনির্ভর বড় মাপের ট্যাবলেটের ঘোষণা দিতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
নোকিয়া
উইন্ডোজ ফোনবিষয়ক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউপি সেন্ট্রাল সম্প্রতি নকিয়াঘনিষ্ঠ সূত্রের বরাতে বড় মাপের ট্যাবলেট সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করেছে। ডব্লিউপি সেন্ট্রালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করবে নকিয়া। সেখানে নকিয়ার জনপ্রিয় লুমিয়া ফোনসদৃশ ট্যাবলেটের ঘোষণা আসতে পারে। ১১ ইঞ্চি মাপের ট্যাবলেট সম্প্রতি বেঞ্চমার্ক পরীক্ষা করিয়েছে নকিয়া। নকিয়া কর্তৃপক্ষ এ ট্যাবলেটটিকে বলছে আরএক্স-১১৪। ট্যাবলেটটিতে থাকবে কোয়াড কোরের প্রসেসর, উন্নত ব্যাটারি ও ক্যামেরার সুবিধা।

ট্যাবলেটটির দাম বা কবেনাগাদ বাজারে আসতে পারে—এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া কর্তৃপক্ষ।

বাজার বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিন ধরেই নকিয়া উইন্ডোজনির্ভর ট্যাবলেট আনতে পারে এমন গুঞ্জন রয়েছে। নকিয়া সম্প্রতি বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এখন ট্যাবলেটের বাজারে পা রাখা হয়তো সময়ের ব্যাপার মাত্র!

নকিয়া ট্যাবলেট আনলে আইপ্যাডের পাশাপাশি অ্যান্ড্রয়েডনির্ভর বিভিন্ন ট্যাবলেটের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।

ধন্যবাদ সবাই কে এই পোস্ট টি পড়ার জন্য । 

ITTALKBD LOGO

আমাদের সাথেই থাকুন । আইটি টক বিডি 

প্রথম পকাশঃ প্রথম আলো

 

আইফোন 5,4S এর সারাজাগানো ‘বুদ্ধিমান Personal Assistant SIRI’ইন্সটল দিন আপনার আইফোন,আইপ্যাডএবং আইপডে।

$
0
0

বিসমিল্লাহির রহমানির রহিম । পরম করুনাময় আল্লাহ নামে শুরু করছি ।সবাই কেমন আছেন? আশা করি ভালো।

‘আইফোন’ নিয়ে ধারাবাহীক পোষ্ট করার ইচ্ছা আছে।যদি আপনাদের সহায়তা পাই তবে ইনশাআল্লাহ্‌ চালিয়ে যাব।পৃথিবীর সবচেয়ে সাড়া জাগানো ফোনগুলোর মাঝে আইফোন অন্যতম। নতুন ও অসাধারণ সব প্রযু্ক্তি ও ডিজাইন এনে অ্যাপল একের পর এক চমক উপহার দিয়েই যাচ্ছে আমাদের।এমনই এক চমক হচ্ছে ‘SIRI’।প্রথমই এর সুবিধাগুলো দেখেনঃ-

১।নানা voice কমান্ড দিয়ে বিভিন্ন কাজ করাতে পারবেন।যেমনঃ’প্লে মিউজিক’ বললে গান প্লে করবে ইত্যাদি আরও অনেক অনেক কিছু।
২।SIRI-এর সাথে মজার-মজার কথা  বলতে ও শুনতে পারবেন।গান,গল্প,কৌতুক,শুনতে পারবেন।এবং ওর সাথে শেয়ারও করতে পারবেন।
৩।Facebook,safari এবং এরকম যে কোন অ্যাপ্পস শুধু গলার কন্ঠ দিয়েই নিয়ন্ত্রণ করা সম্ভব।বাকি সব চিত্র দেখে বুজেনেন।
৪।ফ্লাশ লাইট অন/অফ করতে পারবেন শুধু গলার কন্ঠ দিয়েই।
বিঃদ্রঃ-SIRIএর সাথে শুধু ENGLISH ও অন্নন্য বিদেশি ভাষাতেই কথা বলতে ও কমান্ড দীয়ে কাজ করাতে পারবেন।বাংলাই সম্ভব না।
এবার আসুন কী কী লাগবে তা জেনে নেওয়া যাকঃ-
১।আইফোন 4s,4,3gs,3g/আইপ্যাড3,2/আইপড 4g,3g touchমোবাইল।

২।এবং অবশ্যই ios 5,/5.0.1/,5.1.1বা ios 6.0/6.0.6/6.1 Version এতে আপডেট করা থাকতে হবে।
৩।এবং সবশেষে অবশ্যই আপনার আইফোন বা আইপ্যাড টি জেইলব্রেক করা থাকতে হবে।কিন্তু কিভাবে আপডেট এবং জেইলব্রেক করবেন তা দেখুন http://www.techtunes.com.bd/mobileo/tune-id/146630- এবং http://www.techtunes.com.bd/mobileo/tune-id/146496 অথবা http://www.techtunes.com.bd/mobileo/tune-id/125599 অথবা সাইফুল ইসলাম  http://www.techtunes.com.bd/mobileo/tune-id/54896 অথবা http://www.techtunes.com.bd/mobileo/tune-id/57367এই পোষ্টগুলো দেখে করতে পারেন।(এই বিষয়ে অনেক tune হওয়াতে এবং  আপনাদের সুবিধারতে আমি লিঙ্ক গুলো এখানে দিলাম)।আর cydia install করা থাকতে হবে(জেইলব্রেক করা হলে cydia auto install হয়)।
আশা করি আপনাদের মোবাইল আপডেট এবং জেইলব্রেক করা হয়েছে।তাহলে আমরা এখন মূল কাজ শুরু করব।কাজের ধারা নিচে দেওয়া হলঃ-
১।আপনার আইফোন বা আইপ্যাড এর হোমস্ক্রীন থেকে cydia ওপেন করুন।
২।তারপর,Manage এ ক্লিক করেন এরপর Sources এ ক্লিক করেন পরে এডিট(edit) এবং সবশেষে অ্যাড(add) button এতে ক্লিক করেন।
৩।http://bassamkassem.myrepospace.com/ বা,http://repo.siriport.ru এই Source টি অ্যাড করুন।
৪।সফলভাবে source add হলে,search বাটনে ক্লিক করুন  এবং  আইপ্যাড হলে ‘[Ac!d]iPad’ এবং আইফোন হলে [Ac!d]Siri বা,siriport(original)লিখে সার্চ করুন।
৫।উপযোগী ভার্সন টি ইন্সটল দিন।মোবাইল restart করুন।ইন্সটল হয়ে গেল প্রিয় ‘SIRI’!
এখন Siri Server install করার পালা,তো চলুন জটপট সেরে নেই(নিচে ধাপে ধাপে বর্ণনা করলাম):-
১।settings এ যান scroll down করে নিচে গেলে [Ac!d]Siri এবং [Ac!d]Siri–>> ২টি অপশন পাবেন। কিন্তু,আপনি প্রথম টিতেই ক্লিক করবেন।
২।এখানে Proxy Host এর যায়গায় ক্লিক করেন এবং এই’ https://siri.wordjelly.com:4443 ‘server এর নামটি হুবুহু টাইপ করুন এবং এখান থেকে বের হয়ে আসুন।
৩।SAFARI ওপেন করুন অ্যাড্রেস বারে লেখুন ‘https://www.wordjelly.com/cacert.pem ‘ এন্টার চাপুন পরে server profile install করুন।
সেটিং এ যান জেনেরাল এ যান Siri তে যান এবং সিরি অন করুন রিস্টার্ট করুন এরপর HOME BUTTON এ চাপ দিএ ধরে রাখুন।তাহলে সিরি ওপেন হবে।So Nowকথক সিরির সাথে কথা বলুন,মজা করুন,voice কমান্ড দিন,ইত্যাদি  ইত্যাদি।যদি ঠিকঠাক ভাবে ধাপগুলু follow করেন ইনশাআল্লাহ্‌ সম্পূর্ণ রুপে কাজ করবে।
বিঃদ্রঃ-কারো প্রক্সি নিয়ে সমস্যা থাকলে এগুলো proxy: https://connect.grwh.net:1001 এবং  সাফারিতে লিখুন http://connect.grwh.net/ca.pem ট্রাই করতে পারেন।

আর যে কোন সমস্যা কমেন্ট করবেন ইনশাআল্লাহ্‌ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।

আপনার পুরানো স্মার্টফোনটি বদলে নিয়ে নিন নতুন আরেকটি স্মার্টফোন,স্যামসাং এর ঈদ অফার!

$
0
0

সবাইকে সালাম ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।আর মনে সবাই মোটামুটি ভালই আছেন  তারউপর আবার সামনে ঈদ।আর আপনার এই ঈদ আনন্দকে আরো বাড়িয়ে নিতে স্যামসাং আপনাদের আমাদের জন্য নিয়ে এল দারুন অফার।স্যামসাং কম্পানির পুরানো স্মার্টফোন বদলে এখন আপনি নতুন মডেলের আরেকটি স্মার্টফোন নিতে পারবেন।অথবা আপনার ব্যাবহার করা সেট টি পুরানো হয়ে গেছে কিন্তু আপনি নতুন চান তাও পারবেন।আর যাই হোক সব কিছুতো কেউ এমনিতে দেয়না নিশ্চই কিছু নিয়ম কানুন আছে যার মধ্য দিয়ে আপনার পুরানো মোবাইলটি বদল করে নতুন আরেকটি নিবেন।চলুন জেনে নিই তারা কোন কোন নিয়মের মধ্য থেকে আমদেরকে পুরানো স্মার্টফোনের বদলে নতুন স্মার্টফোন দিবে।আরেকটি কথা খবরটির সুএ কিন্তু বাংলানিউজ।

পুরোনো স্মার্টফোন বদলে নিন স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে এখন গ্রাহকদের জন্য নির্দিষ্ট থাকছে স্মার্ট এক্সচেঞ্জ অফার। আগ্রহীরা তাদের পুরোনো স্মার্টফোন  বদলে পেতে পারেন একটি নতুন স্মার্টফোন।

পুরোনো স্মার্টফোনের বদলে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এসফোর বা গ্যালাক্সি গ্র্যান্ড। এ আপগ্রেড অফার চলবে ঈদুল ফিতর অবধি।

এ অদল-বদলের মূল্য নির্ধারন করা হবে পুরোনো স্মার্টফোনের অবস্থা এবং ফোনের সঙ্গে কোনো এক্সেসরিজ প্রদান করা হচ্ছে কি না এসবের বিবেচনায়। পুরোনো স্মার্টফোনের বদল মূল্য পার্টনার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে।

তবে সঙ্গে ওয়ারেন্টি কার্ড থাকলে অবশ্যই বিনিময় মূল্য বেশি পাওয়া যাবে। বাকি টাকা পরিশোধেও আছে অফার। একবারে পুরো টাকা পরিশোধ না করে ব্র্যাক ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড বা সিটি ব্যাংকের আমেক্স ক্রেডিট কার্ডের মাধ্যমে এক বছরের ১২টি সমান কিস্তিতে এ টাকা পরিশোধ করা যাবে।

গ্রাহকের পরিচয়ের জন্য আসল পাসপোর্ট নিয়ে আসতে হবে। পাসপোর্টের একটি ফটোকপি ও 
একটি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। ফরম পূরণের সময় একটি রেফারেল আইডি নম্বরও দেওয়া হবে।

বিভিন্ন ল্যাপটপ,মোবাইল ও ট্যাব এর দাম ও প্রিভিউ জানুন এখান থেকে

যুক্ত থাকুন ফেইসবুকে সব সময়ের আপডেটের জন্য Facebook Funpage

চলুন কম দামের একটি ভাল মানের জেলি বিন ট্যাবলেট সম্পর্কে জেনে নিই।

$
0
0

সবাইকে সালাম ও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।আপনারা সবাই নিশ্চিই ভাল আছেন।আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো একটি জেলি বিন ট্যাবলেট সম্পর্কে।ট্যাবলেট টি যতদূর দেখতাছি ভালই মনে হচ্ছে কম দামের মধ্য।চলুন বিস্তারিত জেনে নিই কি কি আছে ট্যাবলেট টিতে আছে আমাদের জন্য:

ট্যাবটির নাম হচ্ছে Maxis T25 Antacid 3G Tab

80_maxis-t-25-antacid-tab

OS
Android Jelly Bean
Main Screen/Display
Display 7 inch
Camera
Front:0.3MP ;Rear Camera 2.0 Mega Pixels
Style
Tablet
Band
GSM 900/1800/2100MHz
Network
GSM 2G & 3G
Dimensions
188.4×108×9mm
Torch
Camera Back flash
Memory Card Support
TF Card up to 32GB extendable
Battery
3000mAh Lithium Battery
Processor
Dual Core 1.5GHz
Hardware Features
Description
Chipset
MTK Series
ROM
4GB
RAM
DDR3 512MB
External Memory
Support up to 32GB
Wifi/WLAN feature
IEEE 802.11b/g/n
Back-side Camera
2.0 MP with LED backflash
Front-side Camera
0.3MP VGA
G-Sensor
Automatic 3-Direction Rotate screen
LCD Size
LCD 7 inch
LCD Type
IPS LCD
LCD Resolution
1024×600
Touch Screen
5 points multi touch capative
LED/Backlight Flash
Yes
USB support
Yes
Battery Type & Power
Rechargable Li-Polyer Battery: 3000mAh
Software Features
Description
Audio format
MP3, WMA, WAV, APE, FLAC, AAC, OGG
Video format type
H.264, MPEG4, RMVB, Xvid, Divx, H.263, VP8, WMV
Decoding Capacity
1080p @ 30fps
Video Containers
MOV,MKV,AVI,RMVB,RM,TS,TP,M2TS, VOB,DAT,MPEG,MP4,PMP,3GP,FLV, WMV,ASF etc
Games feature
3D game,G-Sensor game, Classic game, Touch game
e-Reader
PDF, EPUB, FB2, TXT AND HTML.
OS Version
4.1
Photo Browser
JPG, JPEG, GIF, BMP, PNG
3G Function
Built in 3G SIM
Flashplayer
10.1
GPS
Supported
Accessories
Description
With handset
Charger , Earphone , Warranty card ,USB cable & user Manual
Color Available
Black & Pearl White

দাম বাংলাদেশের জন্য ১০০০০ টাকা।
সব ধরনের মোবাইল ল্যাপটপ ও ট্যাবের দাম ও বিস্তারিত জানতে পারবেন এখানে
ফেইসবুকে আপডেটের জন্য যুক্ত থাকতে পারেন Facebook Funpage

 

Symphony W20 এর মাস্টার রিসেট / হার্ড রিসেট দিবেন কিভাবে দেখুন

$
0
0

বর্তমান সময়ে symphony W20 ফোনটি খুবই জন প্রিয় হইয়ে  উঠেছে বিভিন্ন কারণে বা ভুল অপারেটিং এর জন্য ফোনটি লক অথবা বিভিন্ন প্রোগ্রামের সমস্যা হতে পারে এই সমস্যার সমাধান দিতে আজকের টিউন | কিভাবে আপনার ফোনটি মাস্টার রিসেট বা হার্ড রিসেট দিবেন প্রথমে কিছু সতর্কতা আছে সেগুলো দেখে নিন তারপর কাজ করুন

সতর্কতা : প্রথমে আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ ফাইল কপি করুন এবং দেখুন ভালো চার্জ আছে কি না তারপর নিচের নির্দেশনা অনুজাই কাজ করুন

যে ভাবে কাজটি করবেন : প্রথমে ফোনটি বন্ধ করুন তারপর ফোনের ভলিয়ম + বাটন এবং পাওয়ার বাটন একসাথে কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখুন দেখবেন রিকভারি মুড্ চলে আসছে সেখান থেকে ক্লিয়ার ফ্ল্যাশ  সিলেক্ট করুন এবং ok চাপুন আপনার সেটটি রিস্টার্ট নিবে আপনার সমস্যা টি সমাধান হবে অর্থাত আপনার সেটটি নতুন অবস্থায় যেরকম ছিল সেরকম হবে 

এই সমাধানটি পূর্বে এখনে প্রকাশিত http://repairhelps.blogspot.com/2013/07/symphony-w20-hard-reset.html 
আর যদি কেউ মোবাইলের বিভিন্ন সমস্যার সমাধান চান তাহলে আমার সাইট থেকে গুড়ে আসতে পারেন আমার সাইট টি হলো
http://repairhelps.blogspot.com

যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন তাদের জন্য

$
0
0

নকিয়া c1-01 ফোনের সকল হার্ডওয়্যার সমস্যার সমাধান 


 
এখানে নকিয়া  এর কিছু হার্ডওয়্যার সমস্যার সমাধান দেওয়া  হলো এ সকল সমাধান গুলো আমি নিজেই তৈরী করেছি এবং সবার সাথে শেয়ার করছি যে সকল সমস্যার সমাধান দেওয়া হলো তা হলো :-

                              ইনসার্ট সিম কার্ড 

                        মেমরি কার্ড কাজ না করার সমাধান 

 মাইক্রো ফোন কাজ না করার সমাধান

চার্জিং না হওয়ার সমাধান

ডিসপ্লে লাইট না জলার সমাধান

 
এই পোস্টটি পূর্বে এখানে প্রকাশিত http://repairhelps.blogspot.com/2013/07/nokia-c1-01-all-hardware-solution.html
এ ছাড়াও এখানে মোবাইলের অনেক সমস্যার সমাধান আছে আপনারা চাইলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন 
http://repairhelps.blogspot.com

বাংলাদেশি বাজারে আসছে WALTON সর্বপ্রথম ট্যাব WaltonPad 7 ! আমাদের পণ্য ।

$
0
0

সবাই কে জানাই সালাম । আশা করি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহ’র রহমতে ভালো আছি ।
সবাই আবার ও শুভেছা জানাই আমার এই পোস্টটি তে ক্লিক দেওয়ার জন্য ।

সবাইকে আগাম ঈদ এর শুভেছা ” ঈদ মোবারক “ 

EID_Mubarok

আমরা সবাই জানি ওয়ল্টন মোবাইল এখন বাজারের সেরা মোবাইল ।  আর এখন তারা আনছে ট্যাব ।WALTON ITTALKBD
 ওয়াল্টন এবার নিয়ে আসতেছে তাদের প্রথম ট্যাবলেট কম্পিউটার । সবাই কে এবার পিছনে পেলবেই । 

বর্তমান যুগ বিজ্ঞানের যুগ তবে কথাটি একটু ঘুরিয়ে আমাদের স্টাইল এ বললে হয় এখনকার যুগ স্মার্টফোন ও ট্যাব এর যুগ। আর এই যুগের সাথে তাল মিলিয়ে তিকে আছে বাংলাদেশি কোম্পানি Walton ও  Symphony। যদিও তাদের ডিভাইসগুলো চীনা থেকে করা হয়। যাই হোক… এবার ওয়ালটন বাজারে আনতে যাচ্ছে এই প্রথম তাদের নতুন ট্যাব Walton Tab 7. আমরা তাদের ফেসবুক এর অফিসিয়াল পেজ থেকে জানতে পারি এই ট্যাব সম্পর্কে। এছারাও ট্যাব টির ছবি ও স্পেসিফিকেশন ও চলুন জেনে নেই।

walton tab7

আমি  যতটা জানতে পেরেছে ওয়ালটন এর ফেসবুক পেজ ও ওয়ালটন টিম থেকে সে অনুযায়ী 7″ HD IPS সমৃদ্ধ ওয়াল্টন এর এই ট্যাব এ থাকছে 1.2 Ghz Quad-core CPU

আরোও কি কি আছে এই ওয়াল্টন WaltonPad 7 ট্যাবলেট টি তে জেনে নেই

 

Primo Walpad 7 with Aluminium body, 1.2 Ghz Quad-core CPU, 7″ HD IPS

Basic information
Operating System: Android 4.2 (jelly bean)
Processor: 28nm Quad-Core 1.2GHz
GPU: PowerVR SGX 544
RAM: 1GB
Storage space: 8GB

Network parameters
Network type: UMTS + GSM
Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSDPA / HSPA+

Screen parameters
Screen size: 7-inch
Resolution: HD (1280 × 800)
Touch Type: Capacitive touch screen
Screen type: IPS

External Memory: Support Micro SD card, up to 32GB

Camera
Sensor: CMOS
Rear camera: 5.0 Mega pixels
Front camera: 2.0 Mega pixels
Video recording: Full HD (1080p) (1920×1080)

Connectivity
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2
USB on The Go (OTG),
Wireless Display Sharing

Sensors:
Motion sensors: All in one Sensor with LE Technology.
Light sensors: Light (Brightness), Proximity,
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

Battery: 4000 mAh

Weight: 350g (with battery)
Dimension: 189 X 115.5 X 8.6 mm

Release date: 1st week of September (approximately)***

কত টাকা তা এখনু ঠিক করেনি ওয়াল্টন । এই ঈদ এর পর এই বাজারে আসবে 

ধন্যবাদ সবাই কে পোস্ট পড়ার জন্য । আশা করি ভালো লেগেছে । ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ।

আপনি পোস্ট লেখুন । আইটি টক বিডি এর সাথেই থাকুন । থাঙ্কস সবাই কে ।

iittabds


চরম কিছু আন্ড্রয়েড Apps ডাইরেক্ট ডাউনলোড(mediafire) লিংক সহ বর্ণনা।

$
0
0
সবাইকে সালাম ও ঈদ মোবারক।মনে হয় সবাই ভালোই ঈদ কাটিয়েছেন।যাই হোক আজকে আমরা কথা বলবো কয়েকটি 
জরুরী আন্ড্রয়েড অ্যাপস সম্পর্কে।
যারা আন্ড্রয়েড ডিভাইস ব্যাবহার করেন তারা অনেক গুলো জরুরী সপ্টওয়ার দরকার হয়।আজকে কিছু জরুরী সপ্টওয়ার 
নিয়া আলোচনা করবো।
 সব গুলো লিংক মিডিয়া ফায়রে দেয়া আছে।
 ১| অ্যাডোবি পিডিএফ রিডার:-পিডিএফ রিডারের কাজ আমাদের মনে হয় জানা আছে এটা বিভিন্ন পিডিএফ ফাইল 
পড়তে সহযোগীতা করে।
এর কিছু সুবিধা হচ্ছে কোন ফোল্ডারে পিডিএফ ফাইল আছে তা নিজেই খোঁজ করে নেয়।স্ক্রিন মোড (Screen Mode) 
পরিবর্তন করার সুবিধা আছে।

 ডাউনলোড (3.49 mb) 

২| উইনজিপ অ্যাপ(WinZip App) :- উনজিপের কাজ ও আমরা জানি এটা জিপ করা ফোল্ডারকে আনজিপ করে।এর 
কিছু সুবিধা হচ্ছে
 জিপ ফাইলে (Zip File) রক্ষিত ইমেজ, টেক্সট এবং ওয়েব ফাইলগুলো সরাসরি উইনজিপ অ্যাপে সিস্টেমে দেখতে 
পারবেন।
এ্যানক্রিপ্টেড জিপ ফাইলগুলোও খুলতে পার।

 ডাউনলোড (1.13mb)

 ৩| আন্ড্রয়েড ব্রাউজার Boat GO Mini :- ব্রাউজারটির অনেক সুবিধা আছে অনেকটা অপেরা মিনির মত।আপেরা মিনির
 মত কম ডাটা ও কাটে।
ওয়াপ সাইটগুলো দেখতে পারে।শক্তিশালী ডাউনলোড ম্যানেজার ও আছে।

 ডাউনলোড (282 kb)

 ৪| আন্ড্রয়েড ক্লিন মাস্টার :- ক্লিন মাস্টারটি আপনার সেটটিকে সব সময় রাখবে ক্লিন এবং যাতে আপনার র‍্যামের গতি 
বৃদ্বি পাবে।
তাছাড়া আরো অনেক সুবিধা রয়েছে।

 ডাউনলোড(1.81 mb) 

আরো কিছু আন্ড্রয়েড অ্যাপসের জন্য যেতে পারেন এখানে  
যুক্ত থাকুন আমাদের ফেইসবুক ফান পেইজে Facebook Funpage 
 

আপনার কম্পিউটার রিমোট কন্ট্রোল করুন মোবাইল ফোন দিয়ে।। জটিল জিনিস!!

$
0
0

খুব মজার একটা আর্টিকেল টিউন করছি। এটা নিয়ে আগে কখনো টিউন হলে ক্ষমা চাচ্ছি। কারন আমি টেকটিউনে নতুন। আশা করি কমেন্ট করবেন। আপনাদের কাছে আর একটা বিষয়ে সাহায্য চাচ্ছি, সেটা হচ্ছে আমি এই বছর এইচএসসি পাশ করেছি। আমার যা রেজাল্ট ( A) তাতে আমাকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে হবে। কিন্তু কোন ভাল প্রাইভেট ভার্সিটিতে টেক্সটাইল বা eee তে কম খরচে বের হওয়া যাবে বুঝতে পারছি না। আপনারা আমাকে ভাল পরামর্শ কমেন্ট করুন।

 

এবার কাজের কথায় আসি….

এজন্য যা দরকার :

১. “Phone Remote Control” সফ্ট্ওয়্যার
Download from here

full verson

পাসওয়ার্ড: anik

২. ব্লুটুথ ডিভাইস।

এখন অবশ্য অনেক ল্যাপটপে ব্লুটুথ থাকে। ভাল ব্লুটুথ ডিভাইস থাকতে হবে। ছোট কালো রঙের যে ব্লুটুথ ডিভাইস বাজারে পাওয়া যায় ৫০-৮০ টাকায়, সেগুলো কিনলে ঠকবেন। ভাল ব্লুটুথ ডিভাইস পাবেন আইডিবি ভবনে ২০০-২৫০ টাকার মধ্যে।

এবার কাজ শুরু করা যাক:

১. প্রথমে জিপ্ ফাইল থেকে এক্সট্রাক্ট করে “Phone Remote Control” সফ্ট্ওয়্যারটি ইনস্টল করুন। তারপর “reg.key” ডাবল ক্লিক করে একে ফুল ভার্সন করুন এবং আপনার মুঠোফোনে জিপ্ ফাইলের ভেতরে থাকা “Java Client” ফোল্ডার থেকে যে কোন একটি ভার্সনের “brc” সফ্ট্ওয়্যার “PC Suite” সফ্ট্ওয়্যারের সাহায্যে ইনস্টল করুন।

২. এবার PC তে ব্লুটুথ ডিভাইস প্লাগ ইন করুন এবং মোবাইলের ব্লুটুথ ওপেন করে “PC Suite” এর সাহায্যে কম্পিউটারের সাথে কানেক্ট করুন। এবার “Phone Remote Control” সফ্ট্ওয়্যারটি PC থেকে ওপেন করুন এবং মোবাইলের Application ফোল্ডার থেকে “Bluetooth RC” ওপেন করুন।

৩. এবার ওপেন করা “Phone Remote Control” সফ্ট্ওয়্যারের “Connect from PC” অপশনে গিয়ে “Select Phone” অপশনে ক্লিক করুন এবং একই সাথে মোবাইল থেকে ওপেন করা “brc” সফ্ট্ওয়্যার থেকে “Search” অপশনে ক্লিক করে কানেক্ট করুন।

৪.এবার দেখুন আপনার মোবাইলে অনেকগুলো অপশন এসেছে। Power point, itune, Media player, Mouse Controller ইত্যাদি।

৪. “Mouse Controller” অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে আপনার পুরো ডেস্কটপ দেখতে পাবেন। ফলে ঘরের অন্য কক্ষে গিয়েও

মোবাইল দিয়ে PC নিয়ন্ত্রন করতে পারেন। এছাড়া আরও অনেক অপশন আছে যেমন, Power point, VLC media Player, Win Amp ইত্যাদি আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন।

direct download link

526647_309653169131702_1732061968_n.jpg

**আশা করি এই টিউনটি আপনাদের কাজে লাগবে।

Find me on facebook

My blog

Skype name mamun690

Mobile Charge সম্পন্ন হলে Automatic মোবাইল কথা বলে জানিয়ে দিবে

$
0
0

huwye

উপরের শিরোনামটি শুনে অবাক

হচ্ছেন??

এখানে অবাক হওয়ার কিছুই নেই ।

কারণ পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই

বললেই চলে।

তাই

আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর

সফটওয়্যার-এর সাথে পরিচয়

করিয়ে দেব। সফটওয়্যার একদম

বিনামূলের আর মজার ব্যাপারটা হল

এটিকে সাইন করার কোন

ঝামলা নেই।

এটি মুলত আপনাকে আপনার

ইলেকট্রিসিটির (বিদ্যুৎ) সাশ্রয়

করার জন্য তৈরী করা হয়েছে।

যখনি আপনার মোবাইলের চার্জ সম্পন্ন

হয়ে যাবে তখনই সফটওয়্যারটি আপনা-আপনিই একটা কন্ঠস্বরের

মাধ্যমে আপনাকে জাগিয়ে দেবে এবং

চার্জার আনপ্লাগ করতে বলবে। কি খুব

সুন্দর না??

তাহলে নিচে থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । এই সফটওয়্যারটি নোকিয়ার ‍s60v3 ও

s60v5 – এর সবগুলো মোবাইল ছাড়াও

নিম্নবর্ণিত সেটগুলোতে সাপোর্ট

করবেঃ

Nokia : 3250 XM, 5230, 5233,

5320 XM, 5500, 5530, 5700XM,

5800XM, 6110Nav, 6120c, 6120s,

6122c, 6210Nav, 6220Nav,

6650F, 6124, 6290, E50, E51, E60,

E61, E61i, E62, E63, E65, E66, E70,

E71, E90, N71, N73, N75, N76,

N77, N78, N79, N80, N81, N82,

N85, N86, N91, N92, N93, N93i,

N95, N96, N97, X6, X3, C6 ইত্যাদি।

Sumsung : I458, I450, I408, I400,

I520, I550, I558, I560, I586,

i7110, I8510, G818E, G810, L780,

L788, L878E, innov8

Sony Ericsson : G702, M608c, P1c,

P1i, P5i, P990, W950, W958c,

W960, G900

Motorola : Z8, Z10

So. why waiting?

এখুনী ডাউনলোড করুন ।

সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ভিজিট করুন

If u want to get more post like this

plz visit regularly here

add me in facebook

===============================

দারুন খবর ওয়ালটনের নতুন মোবাইল ঘোষনা দিয়েছে Walton Primo F2 জেনে নিই বিস্তারিত।

$
0
0

সবাকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।সবাই নিশ্চই ভালো আছেন।আমরা সবাই জানি ওয়ালটিন একটি লোকাল ব্র‍্যান্ড হিসাবে ভালই জায়গা করে নিয়েছে আমাদের মোবাইল বাজারে যাই হোক যে কথাটি বলবো সেটা হলো ওয়ালটন নতুন করে বাজারে আরেকটি নতুন জেলিবিন আন্ড্রয়েড ফোন নিয়ে আসছে।ওয়ালটন আগস্টের শেষ সপ্তাহ হয়তো মোবাইলটি মুক্তি পাবে।যাই কি কি থাকছে মোবাইলটিতে আমরা বিস্তারিত জেনে নিই।

file_520e7c952f080

বিস্তারিত:

  • Brand – Walton .
  • Model – Primo F2.
  • OS – Android OS v4.2.2 .
  • CPU – 1.2 GHz Dual Core.
  • GPU – Mail 400.
  • RAM – 512 MB.
  • Display – 4 inches TFT Capacitive touchscreen.
  • Camera – 3.2 MP.
  • Release Statue – End of August (approximately) *** .

Other Basic Information
Operating System: Android 4.2.2 (jelly bean)
Processor: Dual Core 1.2GHz
GPU: Mali 400
Memory: 512MB
Storage space: 4GB
Call mode: Dual card dual standby

Network parameters
Network type: UMTS + GSM
Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSDPA / HSPA

Screen parameters
Screen size: 4-inch WVGA
Resolution: 480×800

External Memory: Support Micro SD card, up to 32GB

Camera
Rear camera: 3.2 Mega pixels
Front camera: VGA
Video recording: HD (1280×720)
Flash: Support

Multimedia
Radio: Support with recorder

Battery Capacity: 1700mAh
Type: Lithium battery

Connectivity
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2

Sensors:
Motion sensors: Accelerometer (3D), Orientation
Light sensors: Light (Brightness), Proximity,
Magnetic Field (Compass),
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

Weight: 138g (with battery)

Dimension: 126 X 64.4 X 11.1mm

দাম মোটামুটি ৭৫০০ টাকা ধরা যায় কিন্তু এখনো পুরাপুরি নিশ্চিত নয়।তবে এই দামের আশে পাশেই হবে ধরা যায়।

নতুন সব মোবাইল,ল্যাপটপ ও ট্যাবের দাম ও বিস্তারিত এবং জরুরী সফটওয়ার গুলো জানুন এখানে
ফেইসবুকে সব কিছুর আপডেটের জন্য যুক্ত থাকুন ফেইসবুকে Facebook Funpage

নিজের ছবি দিয়ে নিজেই তৈরি করুন হাই কোয়ালিটির animated ওয়ালপেপার, চরম একটি সফটওয়্যার (না দেখলে মিস)

$
0
0

নিজের ছবি দিয়ে নিজেই তৈরি করুন হাই কোয়ালিটির animated ওয়ালপেপার, চরম একটি সফটওয়্যার (না দেখলে মিস)
বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এখনও ভাল আছি। কয়েকদিন পরেই আবার
হাজির হয়ে গেলাম আপনাদের দরবারে। সাথে মজার একটি সফটওয়ারও উপহার আনলাম আপনাদের জন্য। মোটামুটি আমরা সবাই
পিসিতে ভাল ভাল ওয়ালপেপার ব্যাবহার করে থাকি, আর animated ওয়ালপেপার গুলোর চাহিদাতো চরম আকারের।
ওয়ালপেপার সাধারনত আমরা নেট থেকে download করে ব্যাবহার করে থাকি। এখন যদি নিজের তৈরি করা ওয়ালপেপার ব্যাবহার
করা যায় তাহলে কেমন হয় তাও আবার animated…………..।
হাঁ এবার নিজেই তৈরি করুন হাই কোয়ালিটির animated ওয়ালপেপার, তার জন্য প্রথমে এখানে ক্লিক করে সফটওয়ারটি নামিয়ে নিন।
তারপর সফটওয়ারটি extract করে ইন্সটল করে ফেলুন, এবার desktop থেকে short-cut আইকনে ডাবল ক্লিক করে ওপেন করুন,
তারপর create new project এ ক্লিক করুন, নিচের মত দেখবেন……………………………………………………

(১) কাল দাগ দেওয়া জায়গায় ক্লিক করে আপনি আপনার ফাইল অর্থাৎ আপনার ছবি add করুন।
(২) নিল রঙ দিয়ে মার্ক করা জায়গায় (add animation) ক্লিক করে আপনার পছন্ধের animation এড করুন।
(৩) লাল রঙ দিয়ে দাগ দেওয়া animation নামে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেখানে আপনার এড করা animation গুলোর লিস্ট দেখাবে,
কোন animation যদি আপনার কাছে ভাল না লাগে তাহলে বক্সের ভিতরেই বাম পাশে যে লাল রঙের ক্রস চিহ্নটি আছে সেটাতে ক্লিক করে
animation টি রিমুভ করে দিতে পারেন।
(৪) animation এড করার পর হলুদ দাগ দিয়ে চিহ্নিত (no effect) জায়াগা থেকে চরম effect গুলো থেকে যে কোন একটি যেটা আপনার পছন্ধ হয়
সেটা সিলেক্ট করে দিন।
(৫) নিচে সবুজ রঙ দিয়ে চিহ্নিত (sound effects) জায়গা থেকে আপনার যে কোন একটি পছন্ধের গান বা সাউন্ড এড করে দিন।
(৬) এবার বেগুনী রঙ দিয়ে চিহ্নিত (create) জায়গায় ক্লিক করুন, নিচের মত দেখবেন…………………… (তার আগে preview দেখে নিতে পারেন)

এবার আপনি build and save a standalone animated wallpaper (.exe) সিলেক্ট করে ok করুন, তারপর যেখানে চান
সেখানে save করে ফেলুন।
আমি আমার নিজের তৈরি করা animated ওয়ালপেপারগুলো আপনাদেরকে দেখাতে পারলে অনেক ভাল হত! কিন্তু আমার দুর্ভাগ্য যে
আপনাদেরকে আমার ওয়ালপেপারের লিঙ্কগুলো দিতে পারছিনা, কারন আমি যে শেয়ারিং সাইট ব্যাবহার করি অর্থাৎ mediafire এ
upload করতে পারতেছিনা, শুধু বার বার error দেখায়। so আমাকে ক্ষমা করবেন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। এবং পোস্টটি আপনাদের ভাল লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন।
skype name mamun690

কার্টুন মুভি বানানোর দারুন একটি সফটওয়ার ডাউনলোড করে নিন।আর নিজে নিজে কার্টুন বানান।

$
0
0

সবাইকে সালাম ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।সবাই নিশ্চি ভালো আছেন।আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব একটি দারুন সফটওয়ারের সাথে যার সাহায্য আপনি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানা ছাড়াই কার্টুন বানিয়ে ফেলতে পারবেন।

সফটওয়ারটিতে অনেক সুবিধা আছে।আপনি কোন কিছু জানা ছাড়া আস্তে আস্তে কার্টুন মুভি বানাতে পারবেন।সফটওয়ারটিতে অনেক সুবিধা আছে।
সফটওয়্যার অনেক ভাষা সমর্থন করে এবং উইন্ডোজ 7 সহ বিভিন্ন অপারেটিং সিস্টেম, সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা “eSpeak” বক্তৃতা ইঞ্জিন ব্যবহার করে।
যাই হোক সফটওয়ারটিতে অনেক ভাষার কার্টুন বানানো যাবে।এমনকি আপনি বড় আকারের কার্টুন মুভিও বানাতে পারবেন।
সফটওয়ারটির সাইজ ও কম আছে মাএ ৬.৪৭ মেগা বাইট।
সফটওয়ারটি ডাউনলোড করার পুর্বে বিস্তারিত জানতে চাইলে এখানে দেখুন

আর ডাইরেক্ট সফটওয়ারটির ডাউনলোড লিংক এখানে ডাউনলোড
অবশেষে বলবো সবাই ভালো থাকুন।

আরো অনেক সফটওয়ার ও মোবাইল ল্যাপটপের দাম জানতে যেতে পারেন এখানে
সব সময়ের ফেইসবুক আপডেটের জন্য যুক্ত থাকুন Facebook Funpage

symphony w70 unlock এবং factory setting দিন সহজেই

$
0
0

যদি আপনার ফোনটি লক হয় আর যদি খুলতে  না পরেন অথবা সিকুরিটি  কোড ভুলে গেছেন  অথবা ফাক্টরী সেটিং দেওয়ার প্রয়োজন মনে করেন তা হলে এই পোস্ট টি ব্যবহার করে করতে পারবেন চলুন মূল আলোচনায় যাই  আপনার ফোনটি যদি ফাক্টরী  সেটিং দিতে চান তহলে প্রথমে   ভলিয়ম + বাটন  এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখতে হবে কযেক সেকেন্ড  কিছুক্ষণ চেপে ধরার পর দেখবেন স্ক্রিন এ ফ্যাক্টরি মোড চলে আসছে সেখান থেকে আপনার প্রজনীয় অপসন টি ভলিয়ম কি ব্যবহার করে  সিলেক্ট করুন তারপর ওকে করুন ওকে দেওয়ার পর আপনার সেটটি সয়ংক্রিয় ভাবে বন্ধ হবে এবং কিছুক্ষণ পর চালু হবে |

 

এই পোস্টটি প্রথমে এখানে প্রকাশিত symphony w70 hard reset

এরকম অরুও পোস্ট পেতে এখানে দেখুন 

 


কম্পিউটার Restart সমস্যায় করণীয়

$
0
0
সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করলাম|আশা করি ভালো আছেন সবাই|আমি আগেই বলে নেই কম্পিউটার এর বিষয়ে আমার খুব একটা জ্ঞান নেই তবুও আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি
আজকে আমি আপনাদের সাথে কম্পিউটার এর অটোমেটিক রিস্টার্ট সমস্যা নিয়ে শেয়ার করব| চলুন মূল আলোচনায় যাই কম্পিউটার বিভিন্ন কারণে রিস্টার্ট সমস্যা হতে পারে

রিস্টার্ট সমস্যা # ১: চালু দেওয়ার পর যখন windows স্ক্রিন আসে  তখন  রিস্টার্ট নেয়

বেশিরভাগ সময় এই সমসস্যা হয় windows corrupted হলে বা windows এর কোনো ফাইল মিস করলে বা ভাইরাস জনিত সমস্যার কারণে ফাইল নষ্ট হলে | 

সমাধান : এই সমস্যার সমাধান হচ্ছে নতুন করে windows সেটআপ দেওয়া এবং update  আন্টি ভাইরাস দিয়ে full pc  স্ক্যান করা.

রিস্টার্ট সমস্যা # ২:কম্পিউটার চালু দেওয়ার কিছুক্ষণ পর রিস্টার্ট নেয়|
যদি আপনার কম্পিউটার চালু দেওয়ার কিছুক্ষণ পর রিস্টার্ট নেয় এবং কন্টিনিউ রিস্টার্ট নিতে থাকে 
সমাধান :প্রথমে আপনার কম্পিউটার এর সাইড কভার খুলুন এবং চেক করুন কুলিং ফ্যান গুরছে কিনা অথবা দেখুন প্রসেসর এর হিটসিং অতিরিক্ত গরম হয় কিনা তাহলে কুলিং ফ্যান টি  চেঞ্জ করুন|
 রিস্টার্ট সমস্যা # ৩ :কম্পিউটার চালু অবস্থয় যদি মাঝে মাঝে রিস্টার্ট নেয় |
সাধারনত এই সমস্যা টি হয় কম্পিউটার এ ভাইরাস থাকলে অথবা ram লুজ থকলে 
সমাধান :  প্রথমে আপডেট আন্টি ভাইরাস দিয়ে full pc স্ক্যান করুন যদি তাতে সমস্যার সমাধান না হয় তাহলে আপনার কম্পিউটার এর সাইড কভার খুলুন এবং  ভালো করে কম্পিউটার টি পরিস্কার করুন তার পর Ram টি খুলে পরিস্কার করুন তারপর Ram টি পুনরায় সেটিং করুন 

 
 রিস্টার্ট সমস্যা # ৪ :কম্পিউটার হঠাত রিস্টার্ট নেয়
যদি আপনার কম্পিউটার হঠাত অথবা ভোল্টেজ ড্রপ দেওয়ার কারণে অর্থাত ভোল্টেজ up/down করার কারণে রিস্টার্ট নেয় | 

সমাধান :বেশির ভাগ সময় এই সমস্যাটি পাওয়ার সাপ্লাই দুর্বল হলে হয় তাই পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেখতে পারেন |
ধন্যবাদ সবাইকে 
এই পোস্টটি পূর্বে এখনে প্রকাশিত http://repairhelps.blogspot.com/2013/07/how-to-solve-restart-computer.html এই ধরনে অরুও পোস্ট দেখতে আমার ব্লগ হতে ঘুরে আসতে পারেন 
http://repairhelps.blogspot.com

চরম ও সেরা কিছু সফটওয়ারের ডাইরেক্ট ডাউনলোডলিংক সহ বিস্তারিত

$
0
0

সবাইকে সালাম ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।নিশ্চই সবাই ভালো আছেন।যাই হোক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কয়েকটি দারুন উইন্ডজ এর সফটওয়ার নিয়ে।আমার মনে হয় এই সফটওয়ার গুলো আপনাদের ভালো লাগতে পারে।
১|কার্টুন বানানোর সফটওয়ার কার্টুন মেকার: এই সফটওয়ারটি দিয়ে আপনি কার্টুন মুভি বানাতে পারবেন।সফটওয়ারটি সয়ংক্রিয় হয়ে আপনাকে কার্টুন বানিয়ে দিবে কিন্তু আপনাকে বিভিন্ন দিক নির্দেশনা ও কার্টুন চরিএ গুলো কি বলবে তা নির্ধারন করে দিতে হবে।আর এটার জন্য আপনাকে সি ল্যাংগুয়েজ হালকা পাতলা জানতে হবে নতুবা আপনি কমান্ড গুলো বুঝবেননা।আমি প্রথমে মনে করেছি এমনিতে হবে পরে দেখি হালকা পাতলা সি ল্যাংগুয়েজ ব্যাবহার করতে হবে।আমি প্রথমিক ভাবে ১৫-২০ সেকেন্ডের একটা ক্লিপ বানিয়েছি যাতে দুটি চরিএ একজন আরেকজনকে নাম সহ কেমন আছে এগুলো প্রশ্ন করে ও উওর দেয়।

সফটওয়ারটির নিয়মাবলী বিস্তারিত জানতে এখানে দেখুন
সফটওয়ারটি ডাইরেক্ট ডাউনলোড করুন এখানে ডাউনলোড
২|সালাত(নামজ) এর টাউম এলার্ম: এই সফটওয়ারটি দিয়ে আপনি যদি নামাজের ওয়াক্ত ভুলে যান তাহলে আপনাকে এলার্ম দিবে।

সফটওয়ারটির নিয়মাবলী বিস্তারিত জানতে এখানে দেখুন
সফটওয়ারটি ডাইরেক্ট ডাউনলোড করুন এখানে ডাউনলোড
৩|ভিডিও টু জিফ কনভার্টার : এই সফটওয়ার দিয়ে আপনি ভিডিও ফরমেট থেকে জিফ ফরমেটে কোন ভাইলকে স্থানান্তর করতে পারবেন।আর এই সফটওয়ারটি যে যে ফরমেটে আপনাকে সুবিধা দিবে তা হলো 
AVI (DivX/XviD)to GIF
WMV টু GIF
MPEG টু GIF
FLV টু GIF
MOV টু GIF
MP4 টু GIF
3GP টু GIF
VOB টু GIF
MKV টু GIF
RMVB টু GIF

সফটওয়ারটির নিয়মাবলী বিস্তারিত জানতে এখানে দেখুন
সফটওয়ারটি ডাইরেক্ট ডাউনলোড করুন এখানে ডাউনলোড
৪|ফ্রি রিংটোন মেকার সফটওয়ার: এই সফটওয়ার দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছা মত নিজের মোবাইলের জন্য রিংটোন বানাতে পারবেন।তখন আপনার বানানো রিংটোনই আপনার মোবাইলে বাজবে।তাছাড়া আপনি যে কোন গানকে রিংটোনে পরিনত করতে পারবেন।

সফটওয়ারটির নিয়মাবলী বিস্তারিত জানতে এখানে দেখুন

সফটওয়ারটি ডাইরেক্ট ডাউনলোড করুন এখানে ডাউনলোড
৫|ওয়াই ফাই গার্ড সফটওয়ার: এই সফটওয়ারটি দিয়ে আপনি আপনার ওয়াইফাই কানেকশনকে নিরাপদে রাখার জন্য কাজে দিবে।এটি আপনি আপনার ওয়াইফাইর নিশ্চয়তার জন্য রেখে দিতে পারেন।
সফটওয়ারটি ডাইরেক্ট ডাউনলোড করুন এখানে ডাউনলোড
অবশেষে বলবো সবাই ভালো থাকেন।

আরো অনেক সফটওয়ার ও মোবাইল,ল্যাপটপের দাম জানতে যেতে পারেন এখানে
সব সময় ফেইসবুক আপডেটের জন্য যুক্ত থাকতে পারেন ফেইসবুক Facebook Funpage

কোন ধরনের সফটওয়ার ছাড়াই কারা কারা আপনার ফেইসবুক প্রোফাইল ভিউ করেছে তাদেরকে দেখে ফেলুন।

$
0
0

সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।নিশ্চই সবাই ভালো আছেন।আজকে আমি আপনাদের সাথে দারুন একটি টিপস শেয়ার করবো হয়তো অনেকে পুর্বে জানতেও পারেন।শুধু যারা জানেনা তাদের জন্য এই টিপস।আমাদের দৈনন্দিন জীবনে ফেইসবুক একটি আপরিহার্য হয়ে পড়েছে।আমরা হয়তো জানি অনেকে নিজেরে ফেইসবুক চেলিব্রেটি মনে করে কিন্তু তারা ও চুপি চুপি অন্যর প্রোফাইেল ভিউ করে।তাদেরকে ধরতে পারেন এই সিস্টেমে তাছাড়া অনেক মেয়েও যে আপনার প্রোফাইল ভিউ করে তাও ধরে ফেলতে পারবেন।কয়েকটি ধাপে কাজটি করবেন:
১| প্রথমে আপনার ফেইসবুক প্রোফাইলে জান।
২| তারপর ctrl+u বাটনে চাপ দিন দেখবেন একটা নতুন ফেইজ খুলে গেছে।
৩| তারপর আপনি নতুন খোলা উইন্ড/ফেইজটির যে কোন স্থানে মাউস রেখে ক্লিক করুন।
৪| তারপর ctrl+f বাটনে চাপ দিন দেখেবেন একটি সার্চ বক্সের মত খুলে গেছে পেইজটির এক কোনায়।
৫| তারপর আপনি ঐ সার্চ বক্সে লিখুন এই লেখাটি ordered_list.top_friends
৬|এবার আপনি ইন্টার বাটনে ক্লিক করুন এবং দেখুন লেখাটি কোথায় দেখাচ্ছে নতুন উন্ডটির/পেইজের।
৭|যে জায়গায় ordered_list.top_friends এই লেখাটি কালার করে দেখাচ্ছে তার একটু বাম পাশে গিয়ে নিছের দিকে দেখুন অনেক গুলো নাম দেখাবে।এই নাম গুলোর ফেইসবুক ইউজাররাই আপনার প্রোফাইল ভিউ করেছে।এই নাম গুলু একটি একটি কপি করে ফেইসবুক সার্চ বক্সে পেস্ট করে করুন এবং দেখুন যেই লোকটি আপনার প্রোফাইল ভিউ করেছে তাকে দেখুন।
ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
দারুন কিছু সফটওয়ার,গেমস,আন্ড্রয়েড আ্যাপস ডাউনলোড ও মোবাইল ল্যাপটপ বাজারের দাম জানুন এখানে
সব সময়ের ফেইসবুক আপডেটের জন্য যুক্ত থাকতে পারেন Facebook Funpage

গুগল ক্রোম অথবা মজিলা দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন খুব সহজে ।।

$
0
0

সবাই কে আইটি টক বিডি স্বাগতম । সবাই কেমন আছেন ভালো তু । আমি আছি ।

আজ নিয়ে এসেছি কাজের একটি পোস্ট । তু চলুন পোস্ট তে । ধন্যবাদ ক্লিক দেওয়ার জন্য 

জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব এ প্রতিদিন হাজার হাজার নানা ধরনের ভিডিও শেয়ারিং হচ্ছে যেগুলো দেখার সাথে সাথে আবার ডাউনলোড এর খায়েশ যে কারোরই হতে পারে কিন্তু বেরসিক ইউটিউব কতৃর্পক্ষ সরাসরি ডাউনলোড করার কোন সুযোগ রাখেনি তাই আপনাকে অন্য কোন উপায় ডাউনলোড করতে হবে ।

youtube

যারা আইডিএম ব্যবহার করেন তারা জানেন যখন আপনি ইউটিউবে কোন ভিডিও প্লে করা হয় তখন সাথে সাথে আইডিএমে ভিডিওটা ডাউনলোড করার অপশন চলে আসে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যায় কিন্তু এটা শুধুমাত্ত FLV ফরম্যাটে ডাউনলোড হয় আবার যাদের আইডিএম বা সমমনা ডাউনলোড ম্যানাজার নেই তারা ডাউনলোড করার সময় এই সাইট সেই সাইট নানা ধরনের ঝামেলায় পড়েন ।

কিন্তু আপনি যদি মজিলা অথবা ক্রোমের Easy YouTube Video Downloader নামের এ্যাড অনটি আপনার ব্রাউজারে যুক্ত করে নেন তাহলে কোন ধরনের ঝামেলা ছাড়াই জনপ্রিয় সব ফরম্যাট যেমন FLV, 3GP, MP3, MP4, 720p HD and 1080p Full-HD ইউটিউবের যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন

প্রথমে দেখাবেো কি করে গুগল ক্রোম দিয়ে সহজে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়

 

প্রথমে এখানে ক্লিক করে YouTube Downloader  নামের এক্সটেনশনে যান এবার  +FREE / Add  এ ক্লিক করে এক্সটেনশনটি গুগল ক্রোমে ইন্সটল করে নিন ।

এবার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যেকোন ইউটিউবের ভিডিও প্লে করুন তাহলে ভিডিওর ঠিক নিচের দিকে নিচের ছবির মত

YOUTUBE DOWNLOADER

 

ডাউনলোড লেখাটি পাবেন এতে ক্লিক করে কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান তাতে ক্লিক করুন তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে

এবার চলুন মজিলা দিয়ে কি করে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় তা দেখি

এখানে ক্লিক করে Easy YouTube Video Downloader 4.0 এ্যাড-অনের র পেইজে যান তারপর ডাউনলোডে ক্লিক করে মজিলাতে এ্যাড-অনটি ইন্সটল করে নিন ।

এবার ইউটিউবের ভিডিওতে গেলে প্রতিটি ভিডিওর নিচে ঠিক নিচের ছবির মতো

ডাউনলোড অপশন দেখতে পাবেন আপনার পছন্দের ফরম্যাটে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে

ব্যাস কাজ শেষ ।

খেয়াল করুন

সব ভিডিওর ফরম্যাটে 720p অথবা 1080p এর মতো HD প্রিন্ট কোয়ালিটি পাবেন না । যিনি ভিডিও আপলোড করেছেন তিনি যদি HD প্রিন্ট কোয়ালিটির ভিডিও আপলোড করে থাকেন তাহলেই HD প্রিন্ট পাবেন

MP3 ফরম্যাটে ডাউনলোড করার জন্য নিচের এমপিথ্রীতে ক্লিক করলেই চলবে

আশা করি এখন থেকে সবাই ইউটিউব থেকে কোন ঝামেলা ছাড়াই ভিডিও ডাউনলোড করতে পারবেন `কোন অংশ বুঝতে সমস্যা হলে মন্তব্য করুন ।

ধন্যবাদ সবাই কে ।

বাংলা রেডিও সাইট “ রেডিও ফর ইয়উ ” গান’র নতুন ঠিকানা

fm-ad

 

ফেইসবুক ফান পেইজ থেকে টাকা আয় করার দারুন ও কার্যকরী উপায়।

$
0
0

সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।সবাই নিশ্চিই ভালো আছেন।আজকে আমি একটু টেকা টুকার ইনকাম নিয়া কথা বলবো।আমরা সবাই জানি ফেইসবুক এখন সবছেয়ে বড় একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম।ফেইসবুক শুধু মানুষ সবাইর সাথে যুক্তই থাকে না মানুষের ইনকামও জড়িত অনেকের।আর ফেইসবুকের এই যুগে শুধু নিজের আইডি মানুষ ফান ফেইজ খুলেও বসে আছে।অনেকের ফান ফেইজে হাজার হাজার লাইক আছে।আর আপনি এখন আপনার এই ফান ফেইজ দিয়ে টাকা ইনকামের মাধ্যম হিসাবে ব্যাবহার করতে পারেন।আসুন দেখি কয়েকটি ইউনিক পদ্বতিতে ফান ফেইজ থেকে টাকা ইনকাম করা।হয়তো আমার জানা এই পদ্বতি অনেকের নাও ভালো লাগতে পারে।বা অনেকের লাগতেও পারে।


১।লোকাল দোকান গুলো ও নিউজ গুলু:ধরুন আপনার ফেইজটি লোকাল বা আন্চলিক একটা ফেইজ তাহলে আপনি আপনার পরিচিত লোকাল ব্র‍্যান্ডের পন্য গুলুর প্রচারনা চালিয়ে টাকা ইনকাম করতে পারেন।তার আগে তাকে অনলাইনে প্রচারনার লাভ বুঝাতে হবে।তাছাড়া আপনি নিউজ পেপার গুলুর প্রচারনাও চালাতে পারেন।

২।শপিং এবং ট্রাভল ওয়েব সাইট গুলুর প্রচারনা: আমরা জানি অনেক গুলু অনলাইন শপিং কম্পানি তারা তাদের পন্য বিক্রি করে দিলে তার থেকে একটা লাভের অংশ দেয়।আপনি তাদের পন্য গুলুর লিংক প্রচারকরে সেখান থেকে একটা লাভের অংশ পেতে পারেন।তাছাড়া ট্রাভেল এজেন্সির সাইটগুলুর প্রচারনা চালিয়ে তাদের থেকে টাকা ইনকাম করতে পারেন।তাছাড়া আপনি অনলাইনে অনেক পন্য বিক্রি করেও টাকা ইনকাম করতে পারেন।

৩|একটা ওয়েবসাইট খুলে টাকা ইনকাম:ধরুন আপনার ফেইজে অনকে গুলো লাইক আছে এখন আপনি একটা ওয়েব সাইট খুলতে পারেন নির্দিস্ট কোনো বিষয়ের উপর।অথবা আপনি ফ্রি সাবডোমেন দিয়েও একটা ফ্রি সাইট খুলে তাতে আপনি বিভিন্ন ধরনের এড কম্পানির যেমন গুগুল এডসেন্স,মিডিয়া.নেট সহ বিশ্বাস যোগ্য এড কম্পানির এড ব্যাবহার করে টাকা ইনকাম করতে পারেন।আপনার ফান পেইজ থেকে সেখানে ভিজিটর নিয়ে।

৪|তাছাড়া আপনি বিভিন্ন বিশ্বাস যোগ্য লিংক শেয়ারিং সাইট গুলুর লিংক শেয়ার করে টাকা ইনকাম করতে পারেন।
আজকে এই পর্যন্ত ।
আপনারা গুরে আসতে পারেন সফট ও মোবাইল সম্পর্কে জানার জন্য এখানে

সব সময় আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের ফান পেইজে Facebook Funpage
সবাই ভালো থাকবেন।

Viewing all 249 articles
Browse latest View live