Quantcast
Channel: ITTALKBD |আইটি টক বিডি । BANGLA TECHNOLOGY BLOG | ALL TIME TECHNOLOGY TALKING |মায়ের ভাষাই টেক অ্যান্ড আইটি ব্লগ । প্রযুক্তি-ই আমাদের হাতিয়ার
Viewing all 249 articles
Browse latest View live

MS EXCEL এর সব শর্টকার্ট কি গুলো দেখেনিন |আইটি টক বিডি এর সাথেই থাকুন !!

$
0
0

সবাইকে সালাম জানাই কেমন আছেন ভাইয়ারা । আমি আল্লাহ এর দয়ায় অনেক ভাল আছি । সবাইকে আইটি টক বিডি তে স্বাগতম ।

দেখেনিন MS EXCEL এর সব শর্টকার্ট কি গুলো ।

MS Excel tips

=============================================================================

Ctrl+Arrow : ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে।
Ctrl+Home : ফিল্ড বা লেখার শুরুতে কারসর।
Ctrl+End : ফিল্ড বা লেখার শেষে কারসর।
Ctrl+Page Up : আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Ctrl+Page Down : পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Atl+Page Up : ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা।
Atl+Page Down : ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা।
Atl+Enter : ফিল্ডে কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা।
Shift+TAB : পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া।
Ctrl+1 : ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা।
Ctrl+2 : ফন্ট বোল্ড করা।
Ctrl+3 : লেখাকে ইটালিক করা।
Ctrl+4 : লেখা আন্ডারলাইন করা।
Ctrl+5 : লেখার মাঝখান বরাবর কাটা দাগ (স্ট্রাইক থ্রু)।
Ctrl+7 : স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়া।
Ctrl+9 : কারসর যে ফিল্ডে আছে, তা মুছে ফেলা (রো ডিলিট)।
Ctrl+0 : কলাম ডিলিট।
Atl+F1 : ওয়ার্কশিটের সঙ্গে চার্টশিট যুক্ত করা।
Atl+F2 : সেভ অ্যাজ।
Ctrl+F3 : ডিফাইন ডায়ালগ বক্স খোলা।
Ctrl+F4 : ফাইল বন্ধ করা।
Ctrl+F5 : ফাইল নামসহ আদালা উইন্ডো।
Ctrl+F8 : ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স খোলা।
Ctrl+F9 : ফাইল মিনিমাইজ করা।
Ctrl+F10 : ফাইল নামসহ আলাদা ইউন্ডো।
Ctrl+F11: ওয়ার্কশিটের সঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা।
Ctrl+F12 : ওপেন ডায়ালগ বক্স।

==========================================================================

আপনি ও পোস্ট লেখেন ।  আপনি যা জানেন আমার মত তা সবাইকে জানান । তাতে আপনার ফ্রেন্ড+ সবাই উপকারিত হবে ।

আমাদের ‘ আইটি টক বিডি এর সাথেই থাকুন ” ।

 

আইটি টক বিডি ।। ITTALKBD


আপনার কম্পিউটার এর র‍্যামের গতি বাড়িয়ে নিন । কাজের পোস্ট !! টিপস প্রতিদিন- ৪

$
0
0

সবাইকে  সালাম জানিয়া আমি আমার ধারাবিহিক টিউন করতে যাছি । সবাকে আইটি টক বিডি তে শুভেছা । আমি আপনাদের জন্য কিছু টিপস দেব । তাই এই টিপস নিয়ে চেইন টিউন করা , যার নাম ” টিপস প্রতিদিন “  নিউ আইটি ওয়ার্ল্ড এর সাথে ।

আজকের টিপসঃ আপনার কম্পিউটার এর র‍্যামের গতি বাড়িয়ে নিন


র‍্যাম

** যারা জানেন তাদের জন্য নই **। যারা জানেন না , তাদের জন্য । এই পোস্ট **

উইন্ডোজ ব্যবহারের সময় অনেক page file তৈ হয় । page file ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে ।
কিন্তু এই page file কম্পিউটাররে জমা হয়ে  RAM এর গতি  কমিয়ে দেয় ।
কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংস্ক্রিয়ভাবে  এই ফাইল গুলো আপনি মুছে ফেলতে পারেন । এই জন্য Start থেকে Control Panel -এ যান । এখান থেকে adminsitrative tolls >> Local Security Policy >> security sattings>>  Local policies >> Security Options  ঠিকানা যান ।  ডান পাশের  shout down: clear virtual memory page file অপশন টি দুই ক্লিক করুন এবং অপশন টি enable  করে ok দিয়ে বের হয়ে আসোন  |
এখন কম্পিউটার বন্ধদের সময় virtual memory page file স্বয়ংস্ক্রিয়ভাবে   মুছে যাবে । এ ছাড়া Start >>  run এ গিয়ে   tree   লেখি  Enter  চাপলে  run  এর গতি কিছু টা বাড়বে । এই  কাজ টি মাঝে মধ্যে করলে আপনার কম্পিউটার এর গতিশীল থাকবে ।

সবাইকে ধন্যবাদ । ভাল থাকুন আপনার কম্পিউটার নিয়ে  ।

 

*****ভাইয়া ,আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামজ পড়ি + অন্য কে পড়ার জন্য বলি ****

 

উইন্ডোজ ৭ ল্যাপটপকে বানিয়ে ফেলুন হটস্পট ,কোন সফটওয়্যার ছাড়াই ।

$
0
0

সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ ৭ ব্যাবহারকারীগণ ল্যাপটপকে হটস্পট বানিয়ে বাড়ীর অন্যান্য কম্পিউটারে ইন্টারনেট অথবা ফাইল শেয়ার করতে পারবেন।

fifi

কি কি লাগবে?

- ডেক্সটপের জন্য wi-fi adapter
- ল্যাপটপ (বেশীরভাগ ল্যাপটপেই wi-fi adapter বিল্ড-ইন থাকে)

wifi

কিভাবে?
প্রথমে, Start-> Accessories -> command-promptের উপর মাউসের right-click প্রেস করুণ, এখন, “Run as Administrator” সিলেক্ট করুণ। তারপর, নিচের কমান্ডগুলো টাইপ করুণ এক-এক করে।
- netsh wlan set hostednetwork mode=allow ssid=MyNet key=MyPassword (এখানে, MyNet-এর স্থলে আপনার নেটওয়ার্ক নেম দিন; আর, MyPasswordএর স্থলে আপনি যে পাসওয়ার্ড দিতে চান। ১২ অক্ষরের নম্বর এবং ইংরেজি অক্ষর ব্যাবহার করাই শ্রেয়)
- Enter চাপুন।
- এখন, netsh wlan start hostednetwork টাইপ করে Enter চাপুন।
- Control Panel > Network and Internet > Network and Sharing Centre > Change Adapter Settings > internet connection এর উপর Right-Click করে Properties > Sharing tab > ’Allow other network users to connect…’ টিক দিন > আপনার ভার্চুয়াল WLAN নেটওয়ার্ক সিলেক্ট করুণ।
- এখন, আশেপাশের ওয়ারলেস ব্যাবহার করার ডিভাইস সার্চ/স্ক্যান করলেই আপনার কম্পিউটার দেখতে পারবেন। Connect/share করতে চাইলে Simply আপনার উপরে দেয়া SSID এবং password ব্যাবহার করলেই হবে।
আশা করি অনেকেই এই পোস্ট থেকে উপকার পাবেন।
ভাল থাকুন, সুস্থ থাকুন।

। আমাদের ব্লগে আপনি ও পোস্ট লেখুন এবং আপনি যা জানেন তা আমাদের সবাইকে জানান । আমাদের ব্লগ টি আপনার কাছে ভাল লাগলে আপনার ফ্রেন্ড এর সাথে শেয়ার করবেন ,আশা করি ।

কি মুভি ডাউনলোড করার সাইট খুজছেন । তারা এদিকে আসেন । আমার দেখা সবচেয়ে বেস্ট সাইট ।

$
0
0

সবাইকে সালাম জানাই কেমন আছেন ভাইয়ারা । আমি আল্লাহ এর দয়ায় অনেক ভাল আছি । সবাইকে আইটি টক বিডি তে স্বাগতম ।

movie

কি মুভি ডাউনলোড করার সাইট খুজছেন  ।মুভি ডাউনলোড করার জন্য ওয়েব সাইট। চাই । আমরা সবাই মুভি অনেক ভালবাসি । সবাই মুভি দেখতে ও চাই । আমরা যে মুভি টি দেখতে চাই তা ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখি । কিন্তু ভাল সাইট না পাওয়ায়   আমাদের আশা অনেক টা নিরাশা  এর মত হয় । কিন্তু আর নই । আজ আমি আপনাদের কে এমন কয়েক টি  সাইট এর  সাথে পরিচয় করিয়ে দেব যা থেকে আপনার মনের মত করে ডাউনলোড করতে পারবেন । অনেক ভাল রিজিওলোসোন । এক কথাই অসম সাইট গুলো  । আমি এই সাইটর সাথে পরিচিত হয় আমার এক ফ্রেন্ড এর কথাই । সে আমাকে এই লিঙ্ক গুলো  দেন এবং বলেন যে এই সাইট টি অনেক ভাল সাইট মুভি ডাউনলোড করার জন্য । তার পর থেকে ডাবাং২ , মেরি ব্রাদার কি দোলহান , আই হ্যাট লাভ স্টোরি এবং অনেক ভাল ভাল মুভি । তু এখনি যান এই সাইট তে আর ডাউনলোড করা শুরু করুন ।

mmmmmmmmmmmmm

১। http://m.mobihd.in/

২। http://hdmasti.in/

৩।  CUTEWAP.COM   সাইট লিঙ্ক টিঃ www.cutewap.com

৪। www.videoming.in

৫। hdmobile.net/

৬। mymp4.in/

৭। mobilehd.in

৮। www.mobmp4.com

 

 

সবাইকে ধন্যবাদ ।

আপনি ও পোস্ট লেখেন ।  আপনি যা জানেন আমার মত তা সবাইকে জানান । তাতে আপনার ফ্রেন্ড+ সবাই উপকারিত হবে ।

আমাদের ‘ আইটি টক বিডি এর সাথেই থাকুন ” ।

ittalkbd constate

এবার চ্যাট হবে কোন প্রকার সফটয়্যার ছাড়া !!! আপনার সব একাউন্টে একসাথে… চ্যাট/ভিডিও কল Yahoo, Skype, Google Talk, MSN, MySpace, AIM, Facebook এর সকল বন্ধুদের সাথে !!!

$
0
0

ইন্টারনেটে চ্যাটিং করার ক্ষেত্রে আলাদা আলাদা চ্যাট ক্লায়েন্ট ব্যবহার করে চ্যাটিং করাটা বিরক্তিকর… আপনি যদি ইয়াহুতে চ্যাট করতে চান তবে ইয়াহু ম্যাসেঞ্জার আপনার আইডি, পাশওয়ার্ড দিয়ে লগইন করতে হয় আবার স্কাইপি ব্যবহার করতে হলে স্ক্যাইপি’র চ্যাট ক্লায়েন্ট ডাউনলোড করে আলাদা ভাবে চ্যাট করতে হয়। imo.im ওয়েব সাইটি দ্বারা আপনি একসাথে আপনার Yahoo, Skype, Google Talk, MSN, AIM, MySpace, Facebook এ চ্যাটিং করার সুবিধা পাবেন এছাড়া ভয়েস চ্যাট, ভিডিও কল করার সুবিধা পাবেন।

 

সর্বপ্রথম https://imo.im সাইটি’তে প্রবেশ করুন। তারপর আপনি যদি আপনার ইয়াহু একাউন্টে প্রবেশ করতে চান তবে ইউজারনেম এবং পাসওর্য়াড এর বক্স’টি তে আপনার ইয়াহু আইডি, পাসওয়ার্ড দিয়ে নিচের অপশন থেকে ইয়াহুতে টিক দিয়ে Sign on এ ক্লিক করুন। তারপর আপনার ইয়াহু ম্যাসেঞ্জারের অনলাইন ফ্রেন্ডের দেখতে পাবেন এবং তাদের সাথে চ্যাট.. ভিডিও কল করতে পারবেন।

imo-web-im-messenger

আপনি যদি একাধিক একাউন্ট প্রবেশ করাতে চান তবে Sign into more accounts এ ক্লিক করুন তারপর প্রথম বারের মত আইডি পাসওয়ার্ড দিয়ে নিচের অপশন থেকে আপনার আপনার ইচ্ছে মত সাইট সিলেক্ট করে প্রবেশ করুন এবং জমিয়ে দিন আড্ডা সব ফ্রেন্ডদের সাথে।

 

এবার আর ফ্রেন্ড’কে মিস করবেন না :P ;) সব ফ্রেন্ড এক সাথে থাকবে… আর সাইট’টি একদম ফ্রি আপনাকে কোন প্রকার রেজিষ্টেশন করতে হবে না। আশা করি টিউন’টি কাজে আসবে।

ধন্যবাদ সবাই’কে…

মেমোরি কাড ফরমাট? মাএ ৯৩৪ কেবির সফট দিয়ে সব ফিরিয়ে আনুন ।

$
0
0

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আসা করি সবাই ভালো আছেন। আজ আমার সময় খুব কম তাই অল্পতে বলি কষ্ট করে বুঝে নিবেন। প্রথমে এই লিন্ক থেকে সফটটি ডাউনলোড দিন

http://www.4shared.com/get/5rFnQJVg/MemoryCardRecoveryv3601012With.html

তারপর আপনার পিসিতে ইনস্টল দিন এখন সফটটি ওপেন করে নেক্সট ক্লিক করে আপনার মেমোরী বা পেনড্রাইব বা পিসির যেকোনো ড্রাইব সিলেক্ট করে ফটো,মিউজিক,ভিডিও অপশনগুলো মার্ক দিয়ে নেকস্ট ক্লিক করুন। এখন আপনার মেমোরীর ফাইল গুলো রিকোভারি হয়ে পিসিতে জমা হবে। রিকোভারি শেষ হলে সফটের সিরিয়াল দিয়ে ফিনিশ ক্লিক করুন। বাস আপকা কাম খাতাম। এখন পিসি থেকে আপনার মেমোরিতে সব ফাইল কাট/কপি করে নিয়ে নিন আর এনজয় করুন।
Memory Card Recovary Softwear Download Link:

http://www.4shared.com/get/5rFnQJVg/MemoryCardRecoveryv3601012With.html

সবাই ভালো থাকবেন।
ittalkbd constate

এ রমযানে আপনার সাইটে কোরআনের বাংলা অর্থ এবং ইফতার ও সেহরীর সময়সূচি বসিয়ে নিন

$
0
0

এ রমযানে আপনার সাইটে কোরআনের বাংলা অর্থ এবং ইফতার ও সেহরীর সময়সূচি বসিয়ে নিন । আমার মত অনেকেই হয়তো এধরনের প্লাগীন খোঁজে থাকেন ।তবে এবার হোক খোঁজার অবসান ।

rrrrrrr

অবশেষে প্লাগীনটি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি সফলভাবে সাবমিট হল এজন্য আমি মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি ।
প্লাগীনটির কাজ
প্লাগীনটির মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পবিত্র কোরআনের বাংলা অর্থ রেন্ডমলি স্ক্রুল করাতে পারবেন ।
ডেমো দেখুন
এটি ব্যবহারও অত্যন্ত সহজ ।
শুধুমাত্র Widget এ গিয়ে ড্রাগ এন্ড ড্রপ করে আপনার থিমের পছন্দ মত জায়গায় বসিয়ে দিতে পারবেন এটি ।
এছাড়া পোষ্ট /পেজে বসানোর জন্য আছে শর্টকোড এবং থিমের ইচ্ছামত জায়গায় মেনয়েলি বসানোর সুবিধা দিতে আছে php কোড ।রমযান মাসে অটোমেটিকলি প্লাগিনটির নিচে ইফতার ও সেহরীর প্রতিদিনের সময়সূচি প্রতিদিন সো করবে ।

==Description==

 

Randomly Display Bangla meaning from Holy Al Quran.It’s very simple to use. just drug and drop widget or add shortcode on your page/post.

Short Code: [bd*-al-quran] (Remove *)

পবিত্র আল কোরআনের বাংলা অর্থ স্ক্রোলিং করবে ।এটি ব্যবহারও অত্যন্ত সহজ ।ওয়েডগেট (ওয়েডজেট) আকারে ড্রাগ ও ড্রপের মাধ্যমে বসিয়ে দিতে পারবেন অথবা নির্দিষ্ট কোন পোষ্ট ও পেজেও সর্ট কোড আকারে বসাতে পারবেন ।

শর্ট কোডঃ [bd-al-quran]

First, Download The plugin From WordPress

1. Upload “ to the `/wp-content/plugins/` directory
2. Activate the plugin through the ‘Plugins’ menu in WordPress
3. Drag and Drop the Widget
4. or use <? do_shortcode(['bd-al-quran']); ?>

or put [bd-al-quran] on yore page/post.

== Donate ==

 

থেকে হোস্টিং নেওয়র জন্য অনুরোধ জানাচ্ছি ।অবশ্যই জেনে শুনে মান যাচাই করে যদি ভাল লাগে তাহলেই নিবেন ।
প্লাগীনটি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে ডাউনলোড করতেঃ এখানে ক্লিক করুন
এছাড়া প্লাগীনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

কিভাবে ওয়ার্ডপেস কে ডাউনগ্রেড করবো আসুন জানি । মেগা পোস্ট

$
0
0

আস্সালামু আলাইকুম,

সবাই কে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ।
ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় cms । ওয়ার্ডপ্রেস এর কথা নতুন করে আর কি বলবো কম বেশী সবাই এর কথা জানেন।
আমি ওয়ার্ডপ্রেস ৩.৪.১ ব্যবহার করি। যখন ওয়ার্ডপ্রেস তার সর্বশেষ ভার্সন ৩.৫ রিলিজ করলো তখন আমিও আমার সাইটের ওয়ার্ডপ্রেস আপডেট করলাম। আপডেট করার পর বাধলো যত প্রকার ঝামেলা। যদিও ওয়ার্ডপ্রেস ৩.৫ এ নতুন অনেক কিছু যোগ হয়েছে তেমন আবার এর
কিছু সমস্যাও আছে। আমি আমার সাইটে যে থিম ব্যবহার করতাম তা কাজ করে না। এবং বেশ কয়েকটি প্লাগ ইন কাজ করে না। সাইটের এমন অবস্থা দেখে পড়লাম মহা টেকশনে। তখন গুগুল করে বেশ কয়েকটা সমাধান পেলাম। কিন্তু কোন মতেই কাজ হচ্চিল না। তার পর মাথায় একটা চিন্তা এলো এবং এই চিন্তা নিয়ে কাজ।

প্রয়োজনীয় উপকরণ :

১। যে ভার্সনে ডাউনগ্রেড করতে চান সেই ভার্সন (আমি ওয়ার্ডপ্রেস ৩.৪.১ ব্যাবহার করেছি এটি এখানে পাবেন)।

২। আর আপনার সাইটের সিপ্যানেল।

কাজের প্রনালি :

১। প্রথমে আপনার সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন । তার পর প্লাগইন এ যান।

২। এবার আপনার সাইটে যতগুলো প্লাগইন ব্যবহার করেছেন তা সবগুলো ডিএকটিভ করে দিন।

৩। এবার আপনি আপনার সাইট থেকে Log Out দিয়ে বাইর হয়ে আসুন।

৪। এবার আপনি আপনার হোষ্টিং সিপ্যানেল এ গিয়ে সাইটের রুট ফোল্ডারে প্রবেশ করুন।

৫। এবার আপনি আপনার রুট ফোল্ডার হতে শুধু মাত্র wp-admin ও wp-includes ফোল্ডার ২ টি ডিলেট করুন।

বি : দ্র : কোন ক্রমেই আপনি wp-content ফোল্ডারটি ডিলেট করবেন না।

৬। এবার আপনি যে ভার্সনে ডাউনগ্রেড করতে চাইতেছেন সে ফাইলটি ডাউনলোড করুন। যদি আনার কাছে আগে থেকেই থাকে তাহলে ডাউনলোডের দরকার নাই। এবার ফাইলটি আনজিপ করে শুধু মাত্র wp-content দিয়ে আবার জিপ করুন।

৭। এবার আপনি আপনার সাইটের রুট ফোল্ডারে আপলোড করুন।

৮। আপলোড করার পর ফাইল গুলি আনজিপ করে আপনার সাইটের রুট ফোল্ডারে রাখুন । যদি কোন ফোল্ডারে থাকে তাহলে সেখান হতে বাইর করে সরাসরি রুট ফোল্ডারে রাখুন।

৯। এবার আপনি আপনার সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করার চেষ্টা করুন। এখানে একটা মেসেজ দেখতে পাবেন সেখানে আপনি Update WordPress Database এ ক্লিক করুন।

১০। তার পর আবার একটা মেসেজ আসবে এখানে continue এ ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ হয়ে গেল আপনার ওয়ার্ড প্রেস ডাউনগ্রেড।

ধন্যবাদ সবাই কে । আইটি টক বিডি এর সাথেই থাকুন । আপনি পোস্ট লেখুন ।

cricket-logo-ads


ওডেস্ক খেকে ডাচ বাংলা মোবাইল বাংকে উইথড্রো দেওয়ার পদ্বতি।

$
0
0

অনেকেই জানেন না যে, ওডেস্ক থেকে ডাচ বাংলা মোবাইল বাংকে উইখড্রো দেওয়া যায়। তাদের জন্য আমার এই পোষ্ট। বিশেষ করে যারা শহর থেকে দূরে আছেন এবং আশে পাশে সকল ব্যাংক সহজলভ্য নয় এবং যাদের আইডি ভেরিফাইড করা হয় নাই, তাদের জন্য আমি মনে করি সর্বাধিক উপযোগী পদ্বতি হল ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এ টাকা উইথড্রো দেয়া। এছাড়াও এর নানাবিধ সুবিধাও রয়েছে। চলুন তবে শুরু করা যাক।

*** প্রথমে ডাচ বাংলা মোবাইল ব্যাংকে একটা একাউন্ট করে নিন। আপনার কলেজের আইডি দিয়েও এই একাউন্ট করতে পারবেন। খরচ পরবে মাত্র ১০০ টাকা । যার মধ্যে আপনি ৪০ টাকা চাইলে তুলে নিতে পারেন একাউন্ট একটিভ হবার সাথে সাথে ই । একটিভ হবে ২ কর্মদিবসের মধ্যেই।

*** এবার ওডেস্কে গিয়ে Wallet থেকে add withdrawal method এ ক্লিক করুন।এখান থেকে Local Fund Transfer এ ক্লিক করুন। Bank SWIFT Code চাইবে। সেখানে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড DBBLBDDH দিয়ে Go তে ক্লিক করুন। দেখবেন অটোমেটিকভাবে ডাচ বাংলা বাংকের ঠিকানা শো করতেছে…

*** নিচের দিকে আপনার কাঙ্খিত সমস্ত তথ্য দিয়ে সাবমিট করুন। একাউন্ট নাম্বারের স্থানে আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকের ১২ ডিজিটের নাম্বার টা দিন(আপনার ১১ সংখ্যার মোবাইল নাম্বার + একটা চেক ডিজিট)। ব্রাঞ্চ এবং ব্রাঞ্চ এড্রেস এর জায়গায় আপনি যে উপজেলা ব্রাঞ্চ এর আওতাধীন ঐ ব্রাঞ্চের নাম ও এড্রেস দিন। পরবর্তী ফিল্ড গুলো পুরন করুন। এবার এড দিন একাউন্ট এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল।

তিন দিন সময় নিবে একটিভ হতে। একটিভ হয়ে গেলেই উইখড্রো দিতে পারবেন। টাকা সরাসরি আপনার মোবাইল ব্যাংকের একাউন্টে জমা হবে।

অন্যান্য সুবিধা সমূহ:

* আপনি দেশের যে কোন ডাচ বাংলা ব্যাংকের এ.টিএ.ম বুথ ও শাখা খেকে টাকা তুলতে পারবেন।

যেখানে ব্যাংকের শাখা নাই সেখানেও ডাচ বাংলা মোবাইল বাংকিং এর এজেন্টের এর কাছ খেকে টাকা তুলতে পারবেন।

* ট্রানজেকশন ফি ও খুব বেশি না। তুলনামুলক অনেক কম। ১ হাজারে ১০ টাকা মাত্র।

* আপনার মোবাইলে টাকা থাকার কারনে আপনি বিভিন্ন মাধ্যমে টাকা ব্যাবহার করতে পারবেন।

* ডাচ বাংলা মোবাইল বাংকিং এর একাউন্ট খেকে আপনি আপনার মোবাইলে রিচার্জ করতে পারবেন। তবে সব মোবাইল অপারেটরে এ করা যায় না।

 

 

আগে প্রকাশিত হয়েছে এখানে :- http://rrfforum.com/showthread.php?tid=108

লিখেছিলেন :- Shamim Hasanasan

ZTE কম্পানির বাংলাদেশে নতুন দুইটি Android ফোনের দাম ও বিস্তারিত জেনে নিই

$
0
0

সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউন টি শুরু করছি।রমজান মাস সবার মোটামুটি ভালই যাচ্ছে আর কয়েক দিন পরতো আসবে ঈদুল ফিতর।যাই হক আজকে আমি আপনাদের কে দুইটি মোবাইল ফোনের সাথে পরিচয় করে দিব।আমরা সবাই কম বেশি জানি ZTE বাংলাদেশে অনেক দিন দরে আছে।তারা নতুন দুইটি আন্ড্রয়েড ফোন মার্কেটে আনলো,আমরা সবাই জানি আন্ড্রয়েড মোবাইল এখন মোবাইল বাজারে জনপ্রিয় তাই ZTE কম্পানিও পিচিয়ে নেই তাই তারা ও আন্ড্রয়েড মোবাইল বাজারে আনলো।আসুন জেনে নিই মোবাইল দুটি সম্পর্কে।

ZTE V970 সম্পর্কে:

4.3 inches capacitive touch display,

4 GB internal storage (32 GB expandable card slot)

512 MB RAM

Dual-core 1 GHz dual-core processor

Li-Ion 1650 mAh battery

5 MP autofocus camera with LED flash.

WiFi

Bluetooth

3g & gps.

Android OS

v4.0 (Ice Cream Sandwich)

v4.1.1 (Jelly Bean).

official price 22,000 TK.

ZTE V889 :

4.0 inches capacitive touch display

similar to the ZTE V970

4 GB internal storage (32 GB expandable card slot)

512 MB RAM

Dual-core 1 GHz dual-core processor

Li-Ion 1650 mAh battery

5 MP autofocus camera with LED flash.

WiFi

Bluetooth

3g & gps.

Android OS v4.0 (Ice Cream Sandwich)

Bangladesh is 16,999 TK.

মোবাইল বাজার সম্পর্কে জানা যাবে এখানে

Mobile Market Price

টেকনোলোজির সকল পন্যর নতুন দাম জানতে যুক্ত থাকুন ফেইসবুকে এখানে

এবার আপনি অবশ্যই পারবেন আপনার ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি গুলো ২ সারিতে সাঁজাতে !!! চাইলে মাসিক আর্কাইভ কেও সাঁজাতে পাড়েন ।

$
0
0

 

সুন্দর দেখানোর জন্য অথবা জায়গা বাঁচানোর জন্য আমরা অনেকেই আমাদের ওয়ার্ডপ্রেস সাইতে এর ক্যাটাগরি গুলো ২ সারিতে সাজাতে চাই । কিন্তু গুগল থেকে প্রাপ্ত তথ্য দিয়ে বেশির ভাগ সময় ই কাজ হচ্ছে না দেখা যায় । তারুপর আবার আছে পিএইচপি কোড এডিট এর ঝামেলা ।

c1

তাই আপনাদের আমি একটি সহজ নিয়ম দেখাচ্ছি যাতে আপনাকে এত ভেজাল করতে হবে না ।

১। প্রথমে আপনার এডমিন প্যানেল এ লগইন করে Apearance থেকে Widget এ যান ।

২। যে জায়গায় ক্যাটাগরি গুলো দেখাতে চান সে জায়গায় একটি “Text” Widget বসান ।

৩। “Text” Widget এ নিচের কোড গুলো বসান

<div style='float:left; width:45%;'>
<ul>
<li><a href="#">Category 1</a></li>
<li><a href="#">Category 2</a></li>
<li><a href="#">Category 3</a></li>
<li><a href="#">Category 4</a></li>
</ul>

</div>
<div style='float:right; width:45%'>
<ul>
<li><a href="#">Category 5</a></li>
<li><a href="#">Category 6</a></li>
<li><a href="#">Category 7</a></li>
<li><a href="#">Category 8</a></li>
</ul>
</div>

৪। তারপর Category 1,2,3 এ সবের জায়গায় আপনার ক্যাটাগরি এর নাম গুলো বসান আর # এর জায়গায় ক্যাটাগরি এর লিঙ্ক গুলো বসান ।

৫। আপনি চাইলে <li><a href=”#”>Category 1</a></li> এই লাইন আরও বসিয়ে ক্যাটাগরি সংখ্যা বাড়াতে পারেন ।

এখন আপনার সাইট এ দেখুন

বিঃদ্রঃ নতুন ক্যাটাগরি যুক্ত করলে তা আপনাকে নিজে Manually বসাতে হবে ।

অনুরূপ ভাবে মাসিক আর্কাইভ কেও সাঁজাতে পাড়েন ।

ধন্যবাদ সবাই কে ।

আজ থেকে বাজারে পাওয়া যাবে ওয়াল্টন এর নতুন স্মার্ট ফোন ” PRIMO NX ”। রিভিউ পোস্ট ।। আইটি টক বিডি

$
0
0

সবাই কে জানাই সালাম । আশা করি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহ’র রহমতে ভালো আছি ।

সবাই আবার ও শুভেছা জানাই আমার এই পোস্টটি তে ক্লিক দেওয়ার জন্য । আজের পোস্ট টি হল রিভিউ পোস্ট ।

আমরা সবাই জানি ওয়ল্টন মোবাইল এখন বাজারের সেরা মোবাইল । walton

আমাদের নিজের দেশের মোবাইল ।আমি নিজে অনেক খুশি আমার মনে হয় আপনি খুশি ।

WALTON ITTALKBD

আজ আমি আপনাদের কে দেখাব  ওয়াল্টন এর নতুন স্মার্ট ফোন ” PRIMO NX “  টি তে কিকি আছে এবং সুবিধা কি কি ।

এই মোবাইল তে আবার Enjoy 2% discount only for the launching day at WALTON PLAZA (Bashundhara City)!!!

PRIMO NX

বিশেষত্বঃ  F/2.2 & Blue Glasses 13 MP Camera… Dual Mic Noise Reduction… HD Screen with pure black level IPS. 3.9 mm Narrow Frame… OTG… MHL… Including 3000 mAh battery….

দেখে নিনি কি কি আছে এই মোবাইল টি তে 

walton-primo-nx

 

Basic information
Operating System: Android 4.2.1 (jelly bean)
Processor: 28nm Quad-Core 1.2GHz
GPU: PowerVR SGX 544
Memory: 1GB
Storage space: 4GB
Call mode: Dual card dual standby

Network parameters
Network type: UMTS/GSM + GSM
Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSPA / HSPA+

Screen parameters
Screen size: 5.3-inch HD
Resolution: 1280 × 720
Touch & protector: Capacitive touch screen with 1st generation gorilla glass
Screen type: ultra black level with vivid IPS
3.9 mm narrow frame

External Memory: Support Micro SD card, up to 32GB
PRIMO NX 1
Camera
Sensor: CMOS
Rear camera: BSI 13.0 Mega pixels with F/2.2 & Blue glass
Front camera: 3.0 Mega pixels
Video recording: Full HD (1080p) (1920×1080)
Flash: Support

Multimedia
Radio: Support with recorder

Battery Capacity: 3000mAh
Type: Lithium battery

Connectivity
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2
USB on The Go (OTG), Mobile High-Definition Link (MHL)
Wireless Display Sharing

PRIMO NX  ittalkbd

Sensors:
Motion sensors: Gyroscope, Accelerometer (3D), Gravity, Linear Acceleration, Orientation, Corrected Gyroscope Sensor, Rotation Vector,
Light sensors : Light (Brightness), Proximity,
Magnetic Field (Compass),
dual mic noise reduction
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

Battery: 3000 mAh

Weight: 189g (with battery)

দাম মাএ ১৭ হাজার নয়শ নব্বই টাকা / ১৭,৯৯০ টাকা ।

। আজ থেকে বাজারে পাবেন ওয়াল্টন এর নতুন এই মোবাইল টি ।

ধন্যবাদ সবাই কে পোস্ট পড়ার জন্য । আশা করি ভালো লেগেছে । ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ।

আপনি পোস্ট লেখুন । আইটি টক বিডি এর সাথেই থাকুন । থাঙ্কস সবাই কে ।

ittalkbd constate

 

এবার আপনিও পারবেন ইন্টারনেট থেকে আয় করতে(নতুন দের জন্য)!!!

$
0
0

আজকে আমরা জানব Incentria  সম্পরখে Incentria এমন একটি Website  যেখান থেকে আমরা Pay To Click এবং  Microjob  ২টি-ই পাব Incentria Reliable Site এবং পেমেন্ট খুব ভাল দেয়। এখানে কাজ করতে গিয়ে কিছু কৌশল অবলম্বন করলে খুব ভাল ইনকাম করা যায়। যারা এর আগে Microworkers এ Microjob করে অভ্যস্ত তারা জানেন সেখানে কিছু problem আছে যেমন ছোট কাজ সবসময় থাকে না আবার পেমেন্ট উঠাতে ১০ ডলার হতে হয় কিন্তু Incentria ১ ডলার হলে ই তা তুলতে পারবেন। এছারা কাজ মুটামুটি থাকে সবসময় আর তার পর য় যদি সমস্যা হ্য় তাহলে Freelancer Zone তো আছেই। Freelancer Zone এর এমন অনেক মেম্বার আছে যারা কাজ করে না বা Microjob করে না শুধু Pay To Click করে বা খুব বেশি কাজ করে না Freelancer Zone তাদের কাছ থেকে কাজ নিয়ে আপনাকে দিয়ে দিবে এবং পেমেন্ট এর নিশ্চয়তা ও তারা ই দিবে। তো যাই হক এইবার মূল কথাতে আশা যাক -

কিভাবে Incentria তে Account Open করবেন তার আগে জেনে নিই Incentria তে একটু ভিন্ন ধরনের ক্যাপচা ব্যবহার করা হয় অনেকেই এই ক্যাপচা নিয়ে সমস্যায় পরেন তাই সমস্যায় পরার আগে দেখে নিন কিভাবে ক্যাপচা Solve করবেন নিচের ছবি থেকে।

ulta picture ta ta click korban

Incentria+++What+makes+us+different+1 নতুন ফ্রিলেন্সারদের জন্য একটি পোস্ট না দেখলে মিস !

Incentria এ Account Open করার জন্য এই লিঙ্কক্লিক করুন নিচের মত পেজ আশবে।

Incentria+++Join নতুন ফ্রিলেন্সারদের জন্য একটি পোস্ট না দেখলে মিস !

আমার মত সব কিছু Fill Up করুন আমি নিচে I Agree দিতে ভুলে গাছি উপরের ছবিতে আপ্নারা দিয়ে নিবেন এরপর ক্যাপচা দিয়ে Join Button এ ক্লিক করুন।

উপরের ছবির মত একটি পেজ আশবে এরপর আপনার মেইল এ লগিন করুন Confirmation Link এ ক্লিক করুন ব্যাস হয়ে গেল Incentria Account.

.

Incentria+++Account+++fzone নতুন ফ্রিলেন্সারদের জন্য একটি পোস্ট না দেখলে মিস !

উপরের ছবিটি আপনার আকাউন্ট এর হোম পেজ এর ছবি এখানে আপনার আয়, কাজের এবং অনান্য বিবরনি পাবেন।

এখন কাজ শুরু করতে হলে-

Pay To Click কাজ শুরু করতে হলে উপরে View Adds Button এ ক্লিক করুন এখন নিচের পেজ এর মত একটি পেজ আসবে।

Incentria+++Paid+To+Click+Ads নতুন ফ্রিলেন্সারদের জন্য একটি পোস্ট না দেখলে মিস !

প্রতিদিন সাধারানত Incentria ১২/১৪ টি কাজ দিয়ে থাকে তবে প্রথম দিন  Pay To Click কাজ একটু বেসি দেওয়া থাকবে। খেয়াল করুন পেজ এ ৪ টি কলাম আছে প্রথম টি Title পরের টি Time(s) মানে পেজ টিতে আপনাকে কত সময় ব্যয় করতে হবে,  তারপরের টি PPC সোজা কথায় এর মানে কত টাকা পাবেন এই ক্লিক টির জন্য শেষের টি Target ।  Pay To Click Ad এ ক্লিক করার পরে নিচের পেজ এর মত পেজ আশবে।

Incentria+++View+Ad+++Win+Big+Pay+Off+Your+Debts+1 নতুন ফ্রিলেন্সারদের জন্য একটি পোস্ট না দেখলে মিস !

সম্পুর্ন পেজটি আপনার ব্রাউজার এ লোড হয়ার পরে দেখবেন পেজটির উপরের অংশ এর দিকে লক্ষ করবেন দেখবেন পেজ টি উপরে লোডিং হচ্ছে এমন দেখা যাবে। এর পর নিচের পেজ এর মত ক্যাপচা আশবে।

Incentria+++View+Ad+++Win+Big+Pay+Off+Your+Debts নতুন ফ্রিলেন্সারদের জন্য একটি পোস্ট না দেখলে মিস !

সঠিক ক্যাপচা তে ক্লিক করার সাথে (ulta picture a click korban)সাথে আপনার Account এ Balance জমা হয়ে যাবে ।

এইবার হল Microjob, Microjob কে Incentria তে বলা হয় Sing up offer ত যাই হক এই কাজ পেতে আপনাকে

ডানদিকের member panel থেকে Earning Area তে ক্লিক করতে হবে এবং নিচের পেজ এর মত পেজ আশবে।

Incentria+++Earning+Area নতুন ফ্রিলেন্সারদের জন্য একটি পোস্ট না দেখলে মিস !

এখান থেকে Offer & Task select করুন । এখন নিচের পেজ এর মত পেজ আশবে ।

Incentria+++Signup+Offers নতুন ফ্রিলেন্সারদের জন্য একটি পোস্ট না দেখলে মিস !

পেজ টি অনেক লম্বা তাই সুম্পূর্ন পেজ এর ছবি দিলাম না। এইখানে থেকে আপনার পছন্দ মত কাজ নির্বাচন করুন। নিচের পেজ এর মত পেজ আশবে এখন।

Incentria+++Signup+Offer+++Clixsense++paying+since+2007+. নতুন ফ্রিলেন্সারদের জন্য একটি পোস্ট না দেখলে মিস !

এইখানে Instruction এর নিচে কাজ কভাবে বায়ার চায় তা পাবেন অবশ্যই সেই অনুসারে কাজটি শেষ করে নিচের Fill in the required information. এ গিয়ে Username এবং অন্যকিছু চাইলে তা দিয়ে দিন। আর হ্যা অবশ্যই বায়ার যেই লিঙ্ক দিবে অই লিঙ্ক এ ক্লিক করে কাজ(sing-up) করবেন .

এই ব্যাপারে আরো টিটোরিয়াল Freelancer Zone থেকে পাবেন। তবে কাজ করতে গিয়ে কিছু সাবধানতা রাখবেন।

১. সবসময় Fake Name Use করবেন কারন এক সাইট এর sign up কাজ অনেক বার আশে আর তাই IP change করে কাজ করবেন।

২. ভাল আয় করতে চাইলে প্রতিদিন ১০ টি করে কাজ করবেন।

৩. Freelancer Zone এর Admin দের কাছ থেকে পরামর্শ নিন।

এই রকম আর একটি সাইট হল Clicksia এটি একদম এক ই রকম এই লিঙ্ক এ ক্লিক করুন Clicksia তে Join করার জন্য।

যারা আমাদের গ্রুপ এ যয়েন করতে চান তারা এই লিঙ্কক্লিক করুন । এবং আমাদের Facebook Page এ জয়েন করুন ।

আমাদের গ্রুপ সম্পরখে জানুন আমাদের ব্লগ থেকে !!

 

copied from here

 

 

আমার জীবনের প্রথম অনলাইন ইনকাম mini job’s আপনি ও পারবেন !!!(নতুন দের জন্য)

$
0
0

                               ALLAH IS THE ALMIGHTY

wifi

আপনারা যারা অনলাইনে কাজ করতে আগ্রহি তারা অবশ্যই mini job’s দিয়ে কাজ শুরু করবেন । কারন এই সাইটা এমন একটা সাইট যেখানে প্রচুর পরিমানে ছোটো ছোটো কাজ পাওয়া যায় ।যার জন্য কোনো বিড করার প্রয়জন হয়না । অন্য যে সাইট গুলো আছে যেমন অডেস্ক , ফ্রিল্যেন্সার , রেন্ট এ কোডার ইত্যাদি সাইট গুলোতে কাজ পাবার জন্য অনেক পরিশ্রম করতে হয় । অনেক বিড করার পরও কাজ মিলে না । তার উপর আমার আছে পরিক্ষা । আমরা যারা পরিক্ষা ভয় পাই তাদের জন্য একমাত্র ভরসা এই mini jobz । যারা এখানে কাজ করতে চান তারা রেজিঃ করুন এখান থেকে
রেজিঃ করা হয়ে গেলে আপনি কাজ করা শুরু করতে পারবেন । এখানে অনেক ধরনের কাজ পাবেন আপনি । যেমনঃ
১. সাইন আপ
২. ক্লিক এবং সার্স
৩. বুকমার্ক
৪. ইউটিউব
৫. ফেসবুক
৬. টুইটার
৭. ভোট এবং রেটিং
৮. ইয়াহো
৯. ফোরাম
১০. ডাউনলোড এবং ইন্সটল
১১. ব্লগে কমেন্ট
১২. আর্টিকেল লেখা ইত্যাদি ইত্যাদি
আরও অনেক কাজ । যার জন্য আপনাকে প্রদান করা হবে 0.7 – 4 $ । অর্থাৎ এক এক কাজের জন্য এক এক রকম পে করা হবে ।
কাজ করার যোগ্যতা ঃ আপনার যদি ইন্টারনেট সম্পর্কে সামান্য ধারোনা থাকে তাহলেই আপনি কাজ করতে পারবেন ।
যে ভাবে কাজ শুরু করবেন ঃ আমি এখানে সংক্ষিপ্ত ভাবে উপরের কাজ গুলো সম্পর্কে বর্ননা করে যাব ।
১. সাইন আপ ঃ এখানে ১ টা লিঙ্ক দিয়ে বলবে যে অই সাইটে ১টা একাউন্ট করুন । তার পর প্রমান হিসেবে আপনার কাছে ইমেইল আইডি , কনফার্ম্মেশন ইমেইল ইত্যাদি চাইতে পারে এগুলো আপনি


এই ছবির ২য় অংশে ক্লিক করলে একটা বস্ক অপেন হবে অই খানে সাবমিট করবেন ( সব কাজের ক্ষেত্রে একই রকম ) । সাবমিট করতে পারলেই এই কাজটা শেষ ।
২. ক্লিক এবং সার্স ঃ এখানে কোনো শব্দ দিবে যা দিয়ে google এ সার্স করে কোনো নির্দিষ্ট সাইটে যেতে হবে কাজে বর্ননা অনুযায়ি ।
৩. বুকমার্ক ঃ এটা হলো কোনো সাইটে বুকমার্ক করতে বলা হবে ক্লায়েন্ট এর দেয়া লিংকটি কে ।
৪. ইউটিউব ঃএখানে কোনো ভিডিও দেখে comment করতে হবে আর ভোট দিয়ে হবে ।
৫. ফেসবুক ঃ এখানে ক্লায়েন্ট এর দেয়া লিংকটিকে like করতে হবে ।
৬. টুইটার ঃ এখানে ক্লায়েন্ট এর দেয়া কোনো লিংকে ফলো করতে হবে ।
৭. ভোট এবং রেটিং ঃ এখানে কোনো কিছুর উপর ভোট বা রেটিং দিতে হবে
৮. ইয়াহো ঃ এখানে ইয়াহোর উত্তর দিয়ে দিতে হয়ে কোনো লিংককে এড করে ।
৯. ফোরাম ঃ এটাও কোনো লিংককে এড করে কনো ফোরামে পোষ্ট করতে হয় ।
১০. ডাউনলোড এবং ইন্সটল ঃ এখানে ক্লায়েন্ট এর দেয়া কোনো লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হয় অথবা কোনো কোড থাক্লে তা দিতে হয় ।
Apni job submit korar kisu din por payment paben

genarall masar 01   15    or 30 tarik payment day

payment payla apnar account a balance add hoba

MONEY WITHDROW:

আপনি pay pal/payza/alart pay/money bookers এর মাধ্রমে ৫ ডলার হলে

m a m u n

my blog

কখনও কি চিন্তা করেছেন আপনার মুখমন্ডল দিয়ে পিসি নিয়ন্ত্রন করবেন। চিন্তা করুন আর নাই করুন এবার পারবেন। ভিডিও টিউটোরিয়াল সহ

$
0
0

আসসালামু আলাইকুম,Snap1
সকলে নিশ্চয় ভালো আছেন। এখন আমি একটা মজার টিউন করছি। 
আশা করি আপনাদের খুব ভাল লাগবে। আপনাদের ভাল লাগলে কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।
কখনও কি চিন্তা করেছেন আপনার মুখমন্ডল দিয়ে পিসি নিয়ন্ত্রন করবেন। চিন্তা করুন আর নাই করুন এবার পারবেন। ভিডিও টিউটোরিয়াল সহ  

এজন্য যা দরকার :

১. E Viacam সফ্ট্ওয়্যার 
 এটা ফ্রীওয়্যার।
 পাসওয়ার্ড: anik
২. একটি ওয়েবক্যাম

এবার কাজ শুরু করা যাক

প্রথমে পিসিতে ওয়েবক্যাম প্রবেশ করিয়ে E Viacam সফ্ট্ওয়্যারটি ইনস্টল করুন। 
 (এখান থেকে ডাউনলোড করেন)

pas word    anik
তারপর সফ্ট্ওয়্যারটি ওপেন করুন। এবার বাকি কাজ গুলো স্ন্যাপশট অনুযায়ী করুন। 

যদি ভালভাবে না বুঝতে পারেন তবে আপনাদের Video Tutorial দিচ্ছি। (এখান থেকে ডাউনলোড করেন)

***আশা করি   কমেন্ট করবেন***


অ্যান্ড্রোয়েড স্মার্টফোন ক্যাম্পেইন বাংলালিংক দিচ্ছে দুইটি আন্ড্রয়েড ফোন ঈদ উপলক্ষে দাম ছাড়

$
0
0

সবাইকে সালাম ও মোবারকবাদ জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।নিশ্চই সবাই ভাল আছেন।আর যদি এই বিষয়ে কেউ টিউন করে থাকেন মাপ করবেন।চলুন আসি কাজের কথায়।
আমরা সবাই জানি বিভিন্ন উৎসব উপলক্ষে বিভিন্ন কম্পানি ছাড় দিয়ে থাকে সেই ধারাবাহিকতায় বাংলালিংক দুই খান আন্ড্রয়েড ফোনে ছাড় দিয়ে ক্যাম্পেইন শুরু করছে।তাদের দুই খান মোবাইল হাওয়াই কম্পানির আন্ড্রয়েড ফোন। আসুন জানি মোবাইল দুই খানার দাম সহ ভিতরের খবর ও সাথে কিন্তু তাদের একখান সিম ও দিয়া দিব ও ১.২ গিগাবাইট ইন্টারনেট …।যাই হক হাওয়াই কম্পানির মোবাইল দুইটা হইলো:

huawei ascend y210 এবং zte v807

Huawei Ascend Y210 সম্পর্কে জানি চলুন:

 

Dual SIM Dual Standby, Android 2.3.6 (Gingerbread), 1 GHz Cortex-A5 Processor,1700 mAh Li-Ion battery, Accelerometer, SMS(threaded view), MMS, Email, IM, Organizer, Document viewer
Camera        
2 Megapixel || Video: Yes, 30fps, Secondary No
Internet         
GPRS: Yes || EDGE: Yes, 3G, Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi hotspot
Audio Player           
MP3, WAV, eAAC+
Video Player           
MP4, H.264
Memory        
512MB ROM, 256MB RAM
Memory Card Slot 
MicroSD card slot Expandable up to 32GB
Bluetooth    
Yes, v2.1 with EDR
USB  
Yes, microUSB v2.0
Weight          
120 gm
Display         
3.5″ TFTCapacitive Touch (320px * 480px)
Browser       
HTML
Java  
Yes, via Java MIDP emulator
Price
5,999 TK
zte v807  সম্পর্কে জানি চলুন:
Android v4.1 (Jelly Bean), Dual-core 1 GHz Processor, 1600 mAh Li-Ion battery, Geo-tagging, Accelerometer, proximity sensor, SMS (threaded view), MMS, Email, Push mail, IM
Camera
3.15 Megapixel || Video: Yes, Secondary No
Internet
GPRS: Yes || EDGE: Yes, 3G, Wi-Fi 802.11 b/g, Wi-Fi hotspot
FM Radio
N/A
Audio Player
MP3, eAAC+, WMA, WAV
Video Player
MP4, H.263, H.264, WMV
Memory
4 GB Internal, 512 MB RAM
Memory Card Slot
MicroSD card slot Expandable up to 32GB
Bluetooth
Yes, v3.0 with A2DP
USB
Yes, microUSB v2.0
Display
4.0″ TFT Capacitive Full Multi Touch (4800px * 800px )
Browser
HTML
Java
Yes, via Java MIDP emulator
Features
Android v4.1 (Jelly Bean), Dual-core 1 GHz Processor, 1600 mAh Li-Ion battery, Geo-tagging, Accelerometer, proximity sensor, SMS (threaded view), MMS, Email, Push mail, IM

 

Price
10349 Tk

মোবাইল ও ল্যাপটপ এর দাম জানতে পারবেন এখান থেকে

যুক্ত থাকুন ফেইসবুকে সব সময়ের আপডেটের জন্য Facebook Page

ডাউনলোড করে নিন “বাংলাদেশের সব চাইতে বড় জাভা স্ক্রিপ্ট এর উপরে বাংলা ইবুক” | BD WORDPRESS GROUP

$
0
0

প্রথমেই ভাষা শহীদদের প্রতি লাখ সালাম জানাই। আমরা ওয়ার্ডপ্রেস গ্রুপের পক্ষ থেকে আরেকটি পদক্ষেপ সফল করতে যাচ্ছি। সম্পূর্ন বাংলা ভাষায় এবার প্রকাশ করতে যাচ্ছি “বাংলাদেশের সব চাইতে বড় জাভা স্ক্রিপ্ট এর উপরে বাংলা ইবুক”।

ইন্টার‍্যাক্টিভ ওয়েবসাইট তৈরিতে এইচটিএমএল এবং সিএসএস এর পরে জাভাস্ক্রিপ্ট শেখার কোন বিকল্প নেই।
এডভান্স ওয়েব এ্যাপ্লিকেশন তৈরির জন্য আমরা জেকুয়েরি, এজ্যাক্স ব্যবহার করি। এসব ওয়েব টেকনিকের ভিত্তি এই জাভাস্ক্রিপ্ট থেকেই। জাভাস্ক্রিপ্ট ভালো জানলে আপনি এইচটিএমএল৫ ভালো করতে পারবেন, যেটিকে ওয়েবের ভবিষ্যৎ ধরা হচ্ছে।

bangla java tips

=========================
বইটি লিখেছেন “আবদুল্লাহ্‌ আল ফারুক”।

=========================

লেখকঃ আবদুল্লাহ্‌ আল ফারুক

প্রকাশকঃ ওয়ার্ডপ্রেস

পৃষ্ঠাঃ ১১১ টি

সাইজঃ ১ মেগাবাইট

::::::ডাউনলোড লিংক ::::::::

download-photo-fro-ittalkbd-300x76

http://www.mediafire.com/?72pxpf693jnk3la

——————————————–
http://ebooks.wpbangla.com/javascript/
Pass : javascript

===================================
::::::::::ডাউনলোড::::::::::
জাভাস্ক্রিপ্ট বাংলা ইবুক এর ফ্লাশ এনিমেশান

http://www.mediafire.com/?5hytdh5o1i4v5b4

 

[ বি : দ্র : এই বই কপি করা নিষেধ ও এই বই অন্য কোথাও আপলোড করে শেয়ার করবেন না,একমাত্র আমাদের আপলোড করা লিংক ছাড়া । ]

ধন্যবাদ সবাই কে । ডাউনলোড করুন আর শিখুন । লেখকে এর জন্য দোয়া করবেন ।

BANGLA TECHNOLOGY BLOG >>> ITTALKBD | আইটি টক বিডি <<<

Ebook Publish by WordPress group bangladesh

 ittalkbd constate

ডাউনলোড করে নিন সি নিউজ ‘জুন ২০১৩’ ইবুক এর সংখ্যা । ফ্রী ডাউনলোড করুন

$
0
0

সালাম জানাই । কেমন আছেন সবাই । মাহে রমজানের শুভেছা । আমি ভালো আছি আল্লাহ এর রহমতে ।

সবাই কে আইটি টক বিডি তে স্বাগতম । অন্যতম সেরা বাংলা টেকনোলজি ব্লগ এই আইটি টক বিডি ।

ডাউনলোড করে নিন ” সি নিউজ”  দেশের একটি বৃহত্তম প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন । বর্তমানে, এটি সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার ম্যাগাজিন । এটি প্রতি মাসে প্রকাশিত হয় ।এবারের সংখ্যা জুন -২০১৩।

c news

সংখ্যাঃ  জুন  ২০১৩

পৃষ্ঠাঃ ৭১  টি

সাইজঃ ৭.৬৬ মেগাবাইট[মিরর#১]

download-photo-fro-ittalkbd-300x76

ডাউনলোড লিঙ্কঃ এখনে ক্লিক করুন

ধন্যবাদ সবাই কে । আইটি টক বিডি ।

আপনি পোস্ট লিখুন । ভালো থাকুন

air max uk online youced fafdd a

$
0
0

Air Max
Jordans for cheap price for mens free shipping on sale,Cheap Jordans For Sale, include Mens Jordans ▻ ▻ ▻ ▻ ▻ Welcome to buy Cheap Air Jordans Shoes …
SARATOGA is a kind of wedding Air Jordan 8 … – Air …
pressedflowerpatch.com/saratoga-is-a-kind-of-wedding-air-jordan-8-ph…
May 28, 2013 … SARATOGA is a kind of wedding Air Jordan 8 Phoenix Suns to musician subject jordan nike are going to be put on at 07:30 w.l. Fri, may 12, …
More results from pressedflowerpatch.com ]
The TV rating: a little something is Jordan 8 Playoffs – Air …
pressedflowerpatch.com/the-tv-rating-a-little-something-is-jordan-8-playoff…
Jun 2, 2013 … The TV rating: a little something is Jordan 8 Playoffs now really bad inside the number of female competitors at the intern this year. You can find …
Beyonce Air Jordan 8 2013, the following Thursday …
pressedflowerpatch.com/beyonce-air-jordan-8-2013-the-following-thurs…
Jun 5, 2013 … Beyonce Air Jordan 8 2013, the following Thursday cancellation associated has indicate when revived Belgium’s rumors that your superstar is …
More results from pressedflowerpatch.com ]
Saoirse Ronan can be haunting your laugh Air Jordan 8 – Air …
pressedflowerpatch.com/saoirse-ronan-can-be-haunting-your-laugh-air-jordan-…
Jun 5, 2013 … Saoirse Ronan can be haunting your laugh Air Jordan 8 Retro. Product Flick broke mid-interview, Ronan, associated with Atonement over …
Derrick Increased Jordan 8 Aqua, should you sift …
pressedflowerpatch.com/derrick-increased-jordan-8-aqua-should-you-si…

ওডেস্ক খেকে ডাচ বাংলা মোবাইল বাংকে উইথড্রো দেওয়ার পদ্বতি।

$
0
0

অনেকেই জানেন না যে, ওডেস্ক থেকে ডাচ বাংলা মোবাইল বাংকে উইখড্রো দেওয়া যায়। তাদের জন্য আমার এই পোষ্ট। বিশেষ করে যারা শহর থেকে দূরে আছেন এবং আশে পাশে সকল ব্যাংক সহজলভ্য নয় এবং যাদের আইডি ভেরিফাইড করা হয় নাই, তাদের জন্য আমি মনে করি সর্বাধিক উপযোগী পদ্বতি হল ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এ টাকা উইথড্রো দেয়া। এছাড়াও এর নানাবিধ সুবিধাও রয়েছে। চলুন তবে শুরু করা যাক।

*** প্রথমে ডাচ বাংলা মোবাইল ব্যাংকে একটা একাউন্ট করে নিন। আপনার কলেজের আইডি দিয়েও এই একাউন্ট করতে পারবেন। খরচ পরবে মাত্র ১০০ টাকা । যার মধ্যে আপনি ৪০ টাকা চাইলে তুলে নিতে পারেন একাউন্ট একটিভ হবার সাথে সাথে ই । একটিভ হবে ২ কর্মদিবসের মধ্যেই।

*** এবার ওডেস্কে গিয়ে Wallet থেকে add withdrawal method এ ক্লিক করুন।এখান থেকে Local Fund Transfer এ ক্লিক করুন। Bank SWIFT Code চাইবে। সেখানে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড DBBLBDDH দিয়ে Go তে ক্লিক করুন। দেখবেন অটোমেটিকভাবে ডাচ বাংলা বাংকের ঠিকানা শো করতেছে…

*** নিচের দিকে আপনার কাঙ্খিত সমস্ত তথ্য দিয়ে সাবমিট করুন। একাউন্ট নাম্বারের স্থানে আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকের ১২ ডিজিটের নাম্বার টা দিন(আপনার ১১ সংখ্যার মোবাইল নাম্বার + একটা চেক ডিজিট)। ব্রাঞ্চ এবং ব্রাঞ্চ এড্রেস এর জায়গায় আপনি যে উপজেলা ব্রাঞ্চ এর আওতাধীন ঐ ব্রাঞ্চের নাম ও এড্রেস দিন। পরবর্তী ফিল্ড গুলো পুরন করুন। এবার এড দিন একাউন্ট এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল।

তিন দিন সময় নিবে একটিভ হতে। একটিভ হয়ে গেলেই উইখড্রো দিতে পারবেন। টাকা সরাসরি আপনার মোবাইল ব্যাংকের একাউন্টে জমা হবে।

অন্যান্য সুবিধা সমূহ:

* আপনি দেশের যে কোন ডাচ বাংলা ব্যাংকের এ.টিএ.ম বুথ ও শাখা খেকে টাকা তুলতে পারবেন।

যেখানে ব্যাংকের শাখা নাই সেখানেও ডাচ বাংলা মোবাইল বাংকিং এর এজেন্টের এর কাছ খেকে টাকা তুলতে পারবেন।

* ট্রানজেকশন ফি ও খুব বেশি না। তুলনামুলক অনেক কম। ১ হাজারে ১০ টাকা মাত্র।

* আপনার মোবাইলে টাকা থাকার কারনে আপনি বিভিন্ন মাধ্যমে টাকা ব্যাবহার করতে পারবেন।

* ডাচ বাংলা মোবাইল বাংকিং এর একাউন্ট খেকে আপনি আপনার মোবাইলে রিচার্জ করতে পারবেন। তবে সব মোবাইল অপারেটরে এ করা যায় না।

 

 

আগে প্রকাশিত হয়েছে এখানে :- http://rrfforum.com/showthread.php?tid=108

লিখেছিলেন :- Shamim Hasanasan

Viewing all 249 articles
Browse latest View live